নিজস্ব প্রতিবেদক: প্রাণিসম্পদ অধিদপ্তরে বদলি বাণিজ্যের শক্তিশালী সিন্ডিকেট গড়ে তুলেছেন নাজমুল ইসলাম শেখ। বদলি ও নিয়োগ বাণিজ্যের মাধ্যমে প্রতি মাসে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে বিলাসী জীবন যাপন করেছেন তিনি।
আশ্চর্যজনক বিষয় হলো এই সিন্ডিকেট গড়ে তুলেছেন প্রাণিসম্পদ অধিদপ্তরের আইসিটি বিভাগের আউটসোর্সিংয়ে পরিচ্ছন্ন কর্মী হিসেবে নিয়োগ প্রাপ্ত নাজমুল ইসলাম শেখ। তিনি ময়মনসিংহ মহানগর আওয়ামী যুব লীগ নেতা। আওয়ামী লীগ সরকারের পতনের মাত্র কয়েকমাস আগে তিনি এই পরিচ্ছন্ন কর্মী হিসেবে প্রাণিসম্পদ অধিদপ্তরে চাকরি শুরু করেন। কিন্তু পরিচ্ছন্ন কর্মী হিসেবে নিয়োগ পেলেও তাকে কখনো করতে হয় না পরিচ্ছন্নতার কাজ। সব সময় থাকেন পরিপাটি।
জানা যায়, প্রাণিসম্পদ অধিদপ্তরের আইসিটি বিভাগের পরিচালক ডা. মো. শামীম হোসেনের ছত্রছায়ায় এই সিন্ডিকেট গড়ে তুলে বদলি ও নিয়োগ বাণিজ্য করেছেন নাজমুল। সম্প্রতি, তিনি চট্টগ্রাম হাটহাজারী থেকে একজন আউটসোর্সিং কর্মীকে রাজশাহী দুগ্ধ উন্নয়ন কেন্দ্রে বদলি করেন। এই বদলির মাধ্যমে হাতিয়ে নিচ্ছেন লাখ লাখ টাকা।
জনপ্রতি আউটসোর্সিং জনবল বদলিতে ৫০ হাজার থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত ঘুষ দিতে হয় এই সিন্ডিকেটকে। ঘুষ না দিলে অর্ডার তো হয়না এমনকি বদলির আবেদন উধাও করে দেন নাজমুল ইসলাম শেখ। পতিত সরকারের এই দোসর প্রাণিসম্পদ অধিদপ্তরের গুরুত্বপূর্ণ বিভাগে রাজনৈতিক ছত্রছায়ায় নিয়োগ পেয়েছেন। এ প্রসঙ্গে নাজমুল ইসলাম শেখের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি।