নিজস্ব প্রতিবেদকঃ লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তরাঞ্চলীয় সংগঠক ফোরাম (নফল) এর উদ্যোগে রাজধানীতে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাজধানীর ধানমণ্ডি ক্লাবে উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি গ্লোবাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নুরুল আমিন বলেন, পৃথিবীতে বেঁচে থাকার জন্য সেবা হচ্ছে ভাড়া স্বরুপ।আল্লাহ তায়ালা আমাদের সৃষ্টি করেছেন অবশ্যই আমরা মানুষের জন্য কাজ করবো।
তিনি আরও বলেন, উত্তরাঞ্চলের সংগঠকরা সমাজ থেকে অপকর্ম দূর করতেই সংগঠিত হয়েছেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাবেক সচিব ও রাষ্ট্রদূত ফজলুল বারী হেলাল, দূর্নীতি দমন কমিশন এর সাবেক ডিজি সৈয়দ ইকবাল হোসেন,বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ, যুগ্ম সচিব ফজলে রাব্বী।
এছাড়াও বক্তব্য প্রদান করেন নফল এর সভাপতি সামছুল আমিন ও সাধারণ সম্পাদক আবুল হাসনাত ফারুক, তিতাস গ্যাস এর জিএম আতিয়া বিলকিছ মিতু, ইফতার উপ-কমিটির আহবায়ক মনির হোসেন প্রমুখ ।
বক্তারা বলেন, সামাজিক সংগঠনের মাধ্যমে একে অপরের পাশে দাঁড়ানোর সংস্কৃতি তৈরি করতে পারলে, তবে সমাজে মানবিকতা ও সৌহার্দ্য আরও বৃদ্ধি করা সম্ভব ।
ঢাকায় বসবাসরত লক্ষ্মীপুর সদর উত্তরাঞ্চলের ১,২ ও ৫নং ইউনিয়নের বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, সমাজসেবক, শিক্ষানুরাগী, সমাজের গণ্যমান্য ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।