Monday, March 17, 2025
No menu items!
Google search engine
Homeদেশআন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারীদের অংশগ্রহণে নৌকা বাইচ প্রতিযোগিতা

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারীদের অংশগ্রহণে নৌকা বাইচ প্রতিযোগিতা

হিমংপ্রু মারমা, (থানচি) বান্দরবান: “সব নারী ও মেয়ের জন্য: অধিকার, সমতা, ক্ষমতায়ন” এই প্রতিপাদ্যের বান্দরবানের থানচিতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে।

আজ শনিবার সকালে নাইক্ষ্যং পাড়া নদীর ঘাটে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বলিপাড়া নারী কল্যাণ সমিতি (বিএনকেএস) আয়োজনে, ডিয়াকোনিয়া বাংলাদেশ সহযোগিতায়, ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অর্থায়নে, আইআইইডি পরিচালিত, রেডা কর্মসূচির আওতায়, নারীদের অংশগ্রহণে নৌকা বাইচ ও সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নৌকা বাইচ প্রতিযোগিতায় ৪ পাড়ার প্রতিটি পাড়ায় ১০ জন নারীর অংশগ্রহণের নাইক্ষ্যং পাড়া ১ম‌ স্থান, ক্রংক্ষ্যং পাড়া ২য় স্থান ও মনাই পাড়া ৩য় স্থান অর্জন করেন। সাঁতার প্রতিযোগিতায় বিবাহিতা ও কিশোরী দুই গ্রুপের প্রতিযোগিতায় বিবাহিতা নারীদের মধ্যে নাইক্ষ্যং পাড়া য়ইংখইচিং মারমা ১ম স্থান, মনাই পাড়া আমে মারমা ২য় স্থান ও মনাই পাড়া প্রুমাহ্রী মারমা ও ক্রংক্ষ্যং পাড়া শৈয়ইচিং মারমা যথাক্রমে ৩য় স্থান অর্জন করেন। কিশোরীদের মধ্যে ১ম স্থান অর্জন করেন মনাই পাড়া মেপ্রুচিং মারমা, ২য় স্থান নাইক্ষ্যং পাড়া নুনু ওয়াং মারমা ও ডাকশৈ পাডা মেচিংপ্রু মারমা ৩য় স্থান অর্জন করেন।

বিএনকেএস এনজিও উপ নির্বাহী পরিচালক উবানু মারমা সভাপতিত্বে, অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য এ্যাডভোকেট উবাথোয়াই মারমা। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, থানচি থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নাসির উদ্দিন মজুমদার, থানচি প্রেসক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা অনুপম, মহিলা বিষয়ক অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মোহাম্মদ এমরান হোসেন, বিএনকেএস এনজিও ট্রেনিং অফিসার পারমিতা চাকমা ও বলিপাড়া ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে উপ সহকারী মেডিকেল অফিসার ডাক্তার মেথোয়াইংচিং মারমা প্রমুখ। এছাড়া বিএনকেএস এনজিও কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় নেত্রীত্বদানকারী নারী, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী নারী ও সচেতন নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments