স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ইউনিভার্সিটি ফার্মেসি অ্যালামনাই অ্যাসোসিয়েশন (BUPAA) সফলভাবে আয়োজন করেছে প্রথম “গ্র্যান্ড ফার্মা রিইউনিয়ন – ২০২৫”। বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস, ৫/বি বেড়িবাঁধ মেইন রোড, ঢাকা-১২০৭-এ আয়োজিত এই ঐতিহাসিক অনুষ্ঠানে তিন শতাধিক প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, শিল্প ও গবেষণা প্রতিষ্ঠানের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। দিনব্যাপী এই আয়োজন ফার্মেসি পেশার উত্তরাধিকার, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা উদযাপনের এক অনন্য মিলনমেলা হয়ে ওঠে।
অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে। উদ্বোধনী অধিবেশন পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. জাহাঙ্গীর আলম। প্রধান অতিথির ভাষণে তিনি ফার্মাসিস্টদের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অবদানের কথা তুলে ধরেন এবং ইন্ডাস্ট্রি, একাডেমিয়া ও রেগুলেটরি অথরিটির মধ্যে সহযোগিতার গুরুত্বের ওপর আলোকপাত করেন।
BUPAA-এর সভাপতি জনাব মো. জাকারিয়া ফারুকী স্বাগত বক্তব্যে প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রীদের মধ্যে সংযোগ জোরদার করার প্রয়োজনীয়তা এবং ফার্মেসি পেশার উন্নয়নে সহযোগিতামূলক প্রচেষ্টার ওপর গুরুত্ব দেন।
তিনি বলেন বাংলাদেশ ইউনিভার্সিটি ফার্মেসি অ্যালামনাই অ্যাসোসিয়েশন (BUPAA) নিন্মোক্ত লক্ষ্য ও উদ্দেশ্যগুলো পূরণে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ –
প্রাক্তন ছাত্রদের জন্য শক্তিশালী পেশাদার নেটওয়ার্ক তৈরি করা, শিক্ষার্থীদের পরামর্শ ও ক্যারিয়ার গাইডেন্স প্রদান, শিল্প-একাডেমিয়া সহযোগিতা শক্তিশালী করা, বাংলাদেশে হাসপাতাল, কমিউনিটি, রিটেইল ও ক্লিনিক্যাল ফার্মেসি প্রতিষ্ঠার পক্ষে সুপারিশ করা, শিক্ষার্থী, গবেষণা ও প্রতিষ্ঠান উন্নয়নের জন্য টেকসই অ্যালামনাই ফান্ড গঠন করা।
ড. এস. এম. আবদুর রহমান, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদ ও বাংলাদেশ ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগের উপদেষ্টা, সঠিক ওষুধ নির্বাচন এবং ওষুধের যৌক্তিক ও নিরাপদ ব্যবহার নিশ্চিত করার জন্য স্বাস্থ্যসেবায় গ্র্যাজুয়েট ফার্মাসিস্টদের অপরিহার্য ভূমিকা রয়েছে। এই ভূমিকার গুরুত্ব তুলে ধরে সরকারি চাকরিতে ফার্মাসিস্টদের জন্য বিসিএস ফার্মেসি ক্যাডার চালুর প্রয়োজনীয়তা উল্লেখ করা হয়েছে।
জনাব বেলায়েত হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের সিনিয়র ফার্মাসিস্ট, বাংলাদেশে হাসপাতাল, ক্লিনিক্যাল, রিটেইল ও কমিউনিটি ফার্মেসির বাস্তবায়নের গড়িমসি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং সরকারকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
জনাব আজিবুর রহমান, বাংলাদেশ ফার্মাসিস্টস ফোরামের (BPF) সভাপতি এবং জনাব মেহেদী হাসান BPF এর সাধারণ সম্পাদক তানভীর ফার্মাসিস্টদের অধিকার আদায়ের জন্য BPF-এর ভূমিকা তুলে ধরেন এবং স্বাস্থ্যখাতে ফার্মাসিস্টদের অন্তর্ভুক্তির ছয় দফা প্রস্তাব উপস্থাপন করেন।