Monday, March 17, 2025
No menu items!
Google search engine
Homeজাতীয়অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার আরও ৭৪৩

অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার আরও ৭৪৩

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অপারেশন ডেভিল হান্টে সারাদেশে আরও ৭৪৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে ৮ ফেব্রুয়ারি রাতে অপারেশনটি শুরুর পর থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ২০ দিনে মোট ১১ হাজার ৩১৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।
তিনি জানান, অপারেশন ডেভিল হান্টের আওতায় গত ২৪ ঘণ্টায় আরও ৭৪৩ জনকে গ্রেফতার করা হয়েছে। আর অন্যান্য মামলা ও ওয়ারেন্টের আওতায় গ্রেফতার করা হয়েছে ৯১৪ জনকে। ২৪ ঘণ্টায় মোট গ্রেফতার করা হয়েছে ১ হাজার ৬৫৭ জনকে।
২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে একটি শ্যুটারগান, একটি কার্তুজ ও দুটি চাকু উদ্ধার করা হয়েছে বলে জানান এআইজি ইনামুল হক সাগর।
ডেভিল অর্থ হচ্ছে ‘শয়তান’ আর হান্ট অর্থ ‘শিকার’। ডেভিল হান্ট, যার বাংলা অর্থ গিয়ে দাঁড়ায় ‘শয়তান শিকার’। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষিত ডেভিল হান্ট বলতে দেশবিরোধী চক্র, সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনতে বোঝানো হয়েছে।
অপারেশন ডেভিল হান্ট একটি বিশেষ অভিযান, যা ৮ ফেব্রুয়ারি থেকে সারাদেশে একযোগে শুরু হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments