স্টাফ রিপোর্টার: সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির প্রাক্তন সভাপতি রেহানা খানম বলেছেন, মাধ্যমিক শিক্ষায় সংস্কার ব্যতীত শিক্ষার মান নিশ্চিত করা অসম্ভব। ফ্যাসিবাদের দালালেরা এখনও তৎপর। মাধ্যমিক শিক্ষা নিয়ে তারা এখনও ষড়যন্ত্র করছে। শিক্ষকদের সজাগ থাকতে হবে।মাধ্যমিক শিক্ষা গুনগত মান বৃদ্ধির জন্য আলাদা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর করতে হবে।
গতকাল মতিঝিল সরকারি মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় ও মহানগর কমিটির আয়োজিত এক সভায় তিনি এ কথা বলেন।
প্রধান শিক্ষক তাহমিনা ইয়াসমিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন এস এম সিরাজুর হক মন্টু, মোঃ এমারত হোসেন মিয়া, মো: মোরশেদ সরকার, আহবায়ক মো: আক্তার হোসেন মিয়া, সদস্য সচিব মো: সিকান্দার আলী খান, ড. দেওয়ান আযাদ রহমান, মুজাহিদুল ইসলাম প্রমূখ।
সভায় বক্তারা শিক্ষা দানে যুগোপযোগী শিক্ষা পদ্ধতি বাস্তবায়নের দাবী তুলেন। শিক্ষকদের মর্যাদা বৃদ্ধির জন্য এন্টি পদ ৯ম গ্রেড, প্রাপ্ত টাইমস্কেল প্রদান, শত শত প্রশাসনিক পদ পূরণের জন্য নিয়োগ বিধি প্রণয়ন সহ মাধ্যমিক শিক্ষা গতি বৃদ্ধির জন্য আলাদা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর করার জন্য দাবি করেন।