থানচি (বান্দরবান) প্রতিনিধি: বান্দরবানের থানচিতে স্কুল পর্যায়ে বয়ঃসন্ধিকাল বিষয়ক সেশন শিক্ষার্থীদের মাঝে পরিচালনা করা হয়েছে।
রবিবার সকালে বলিপাড়া বাজার উচ্চ বিদ্যালয়ের শ্রেণী কক্ষে ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে বিএনকেএস এনজিও আয়োজনে, ডিয়াকোনিয়া বাংলাদেশ সহযোগিতায়, স্কুল পর্যায়ে বয়ঃসন্ধিকাল বিষয়ক সেশন অনুষ্ঠিত হয়।
স্কুল পর্যায়ে বয়ঃসন্ধিকাল বিষয়ক সেশন পরিচালনা করেন, বিএনকেএস এনজিও উপজেলা ফোকাল পার্সন ও প্যারামেডিক ডাক্তার উবাথোয়াই মারমা, ফিল্ড অর্গানাইজার এম্যানু মারমা, ফিল্ড অর্গানাইজার নুমেসিং মারমা, পুষ্টি আপা য়ইম্যানু মারমা, পুষ্টি আপা য়ইসিংনু মারমা প্রমুখ।
এ সময় কৈশোর কাল ও পরিবর্তন সমূহ, কৈশোরের খাদ্য ও পুষ্টি, মাসিক ও মাসিক চক্র এবং শিশু বিবাহ বিষয়ে শিক্ষার্থীদের মাঝে সেশন পরিচালনা করা হয়।