Monday, March 17, 2025
No menu items!
Google search engine
HomeUncategorizedযাকাত কনফারেন্সের আয়োজন করছে মাস্তুল ফাউন্ডেশন

যাকাত কনফারেন্সের আয়োজন করছে মাস্তুল ফাউন্ডেশন

স্টাফ রিপোর্টার: আগামী ২৬ ফ্রেব্রুয়ারী বুধবার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে মাস্তুল ফাউন্ডেশন এবং আল যাকাত সাদাকা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত হচ্ছে ‘যাকাত কনফারেন্স-২০২৫’। যাকাত কনফারেন্স আয়োজন কমিটির আহ্বায়ক রায়হান রহমান এই ঘোষনাটি দেন।

প্রতি বছরের ন্যায় এ বছরও মাস্তুল ফাউন্ডেশন ও আল যাকাত সাদাকা ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আগামী ২৬শে ফেব্রুয়ারি সারাদিন ব্যাপি যাকাত সম্মেলনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে । এই সম্মেলনের মূল লক্ষ্য যাকাতের মাধ্যমে কিভাবে সামাজিক উন্নয়ন ও দারিদ্র্যতা বিমোচন করা যায়। বিগত ৬ বছর ধরে এই বিষয় টি নিয়ে মাস্তুল ফাউন্ডেশন নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।

২০২৫ এর যাকাত সম্মেলনের মূল উদ্দেশ্য দারিদ্র বিমোচন ও মানবিক উন্নয়নে যাকাতের কার্যকারিতা ও সম্ভাব্য ভূমিকা তুলে ধরা ও কার্যকর ব্যবস্থা তৈরি করা।যাকাতের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, যাকাতের মাধ্যমে কি ভাবে কর্মসংস্থান সৃষ্টি করা যায়।
এটা যাকাতের ফরজিয়ত ও গুরুত্ব, যাকাতের শুদ্ধ অনুশীলন ও প্রসার, যাকাতের হিসাব ও পরিমাণ নির্ধারণ, যাকাতের আধুনিক প্রয়োগ, যাকাত বিতরণের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা, যাকাত সংগ্রহ ও বিতরণকারী প্রতিষ্ঠানগুলোর জন্য কর্মশালা।

এই সম্মেলনে উপস্থিত থাকবেন দেশ-বিদেশের বিখ্যাত ইসলামিক স্কলারগণ, সরকারী একাধিক কর্মকর্তাবৃন্দ, সমাজসেবীরা, বেসরকারি প্রতিষ্ঠান, উন্নয়ন বিশেষজ্ঞ, শিক্ষাবিদ, ডক্টরগণ এবং মাস্তুল ফাউন্ডেশন এর সকল দাতা ও শুভাকাঙ্ক্ষীরা।

আয়োজন কমিটির আহ্বায়ক রায়হান রহমান বলেন, আমরা স্বপ্ন দেখি একটি বৈষম্যহীন, দারিদ্র্য মুক্ত সমাজের। আর তা শুধুমাত্র সম্ভব সঠিকভাবে যাকাত বন্টনের মাধ্যমে। তিনি আরো বলেন, সম্মেলনে একটি কর্মশালা আয়োজন করা হবে, যেখানে যাকাত সংগ্রহ ও বিতরণের সেরা পদ্ধতি নিয়ে আলোচনা হবে।

মাস্তুল ফাউন্ডেশন বহুমুখী সমাজসেবামূলক কার্যক্রমের মধ্যে রয়েছে নিজস্ব স্কুল, মাদ্রাসা, এতিমখানা ও বৃদ্ধআশ্রম যেখানে শতাধিক পিতামাতাহীন অনাথ/এয়াতিম শিক্ষার্থী ও বৃদ্ধ- বৃদ্ধা বসবাস করেন। এর বাহিরে কয়েক জেলায় প্রজেক্ট স্কুলগুলোতে হাজারের অধিক সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের সকল শিক্ষার উপকরন দেয়ার পাশাপাশি স্বাস্থ্য, পুষ্টিকর খাবার, শিশু অধিকার, মৌলিক চাহিদা নিশ্চয়তা করা হচ্ছে। এছাড়া চিকিৎসা খাতে দেশের মানুষের পাশে দাঁড়াতে ‘মাস্তুল এইড’ প্রকল্পের মাধ্যমে অর্ধশতাধিকের অধিক সড়ক দুর্ঘটনায় আহত অসচ্ছল পঙ্গুত্ববরণকারী রোগীদের চিকিৎসা সেবার পাশাপাশি হুইলচেয়ার ও কৃত্রিম পা দিয়ে সাবলম্বী করছে। মাস্তুল ফাউন্ডেশনের রয়েছে সেলাই প্রশিক্ষন কেন্দ্র, কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র যার মাধ্যমে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে কর্মক্ষম করে তোলা হচ্ছে। এর বাহিরে যাকাত স্বাবলম্বী প্রজেক্টের মাধ্যমে ১০০০ জনের বেশি মানুষকে স্বাবলম্বী করা হয়েছে। মাস্তুলের প্রধান কাজের মধ্যে রয়েছে দাফন-কাফন সেবা প্রজেক্ট, যার মাধ্যমে করোনার শুরু থেকে এখন পর্যন্ত ৩০০০ এর অধিক লাশ দাফন হয়েছে। রয়েছে মাস্তুল মেহমানখানা, যেখান থেকে শতাধিক অসহায় নিম্ন আয়ের মানুষের একবেলা পেট পুড়ে খাওয়ার ব্যাবস্থা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments