Monday, March 17, 2025
No menu items!
Google search engine
Homeদেশপায়ে হেটে ৬৪ জেলা ভ্রমণ

পায়ে হেটে ৬৪ জেলা ভ্রমণ

স্টাফ রিপোটার: মাদক ছাড়ো দক্ষ হও, সমৃদ্ধির পথে আগাও- এই প্রবাদে বলিয়ান হয়ে চুয়াডাঙ্গা জেলা থেকে পাঁয়ে হেঁটে ৬৪ জেলা ঘুরে দেখার উদ্দেশ্যে ১৭ সেপ্টেম্বর বের হয়ে ৯ টি জেলা ঘুরে বাড়িতে ফেরেন এই যুবক। এরপর দ্বিতীয় দফায় গত ১ ডিসেম্বর বের হয়ে ৭ জেলা ঘুরেছেনে।

আকাশ আলী বাসা চুয়াডাঙ্গা জেলার আলমডাঙা উপজেলার বাসিন্দা। তিনি ওই উপজেলার খাসকাওরা ডিগ্রি কলেজের ইন্টার ২য় বর্ষের মানবিক বিভাগের ছাত্র।

আকাশ আলী জানান, অনেকেই তো যানবাহন বা বিভিন্ন ভাবে জেলা ঘুরেছেন। আমার কাছে মনে হয়েছে আমি পায়ে হেটেই ৬৪ জেলাই ঘুরব। সেই ভাবনা থেকে সে বেরিয়ে পড়েছে। তিনি বলেন,ইনশাআল্লাহ আমি ৬৪ জেলায় পায়ে হেটেই ঘুরে আসতে পারব। পথে ঘাটে কোথাও সমস্যা হয়নি। সকলেই সহযোগিতা করেছেন। গতকাল ১৯ ফেব্রুয়ারী মাগুরা জেলা ছিল ৬১ তম। আজ ২০ ই ফেব্রুয়ারী মাগুরায় বন্ধু আশিকুর রহমান আশিক তার নিজ জেলা থেকে আকাশ কে ফুলের বিদায় জানায়। তিনি আজ ৬২ তম জেলা হিসেবে ফরিদ পুর অবস্থান করবেন ৯২ ৩ম দিনে। ফরিদপুর পৌঁছালে ৪০০০ হাজার কিলোমিটার হাটা হবে এই লড়াকু যুবকের। তাহার সাথে কথা বলে জানতে পারি যে ছোট কাল থেকেই তার ভ্রমনের নেশা। বিশ্ব ভ্রমনে যেতে চাই এই হাটুরে যুবক।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments