মো: সাব্বির হোসেন, ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর উপজেলায় ১০ বছরের এক কন্যা শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় লোকজন ধর্ষককে বিবস্ত্র অবস্থায় হাতেনাতে ধরেছে বলে তথ্য পাওয়া গেছে।
আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকালে উপজেলার স্বরুপপুর ইউনিয়নের কুসুমপুর স্বরুপপুর কওমি মাদ্রাসায় শ্রেণি কক্ষে এ ঘটনা ঘটে। অভিযুক্ত মসলেম উদ্দিন (৪০) ওই গ্রামের মৃত ইলাহি বক্সের ছেলে।
জানা যায়, মসলেম উদ্দিন একজন মুদি দোকানদার। বহুদিন ধরে এলাকার নারী- শিশুদের সাথে অনৈতিক কাজ করে আসছে। বিষয়টি অভিযুক্ত মসলেম উদ্দিন স্বীকার করেছেল। তিনি জানান, ওই শিশুটির কাছে তিনি ২০০ থেকে ২৫০ টাকা পেতেন। সেই টাকার জন্য তিনি মাদ্রাসায় কক্ষে নিয়ে ধর্ষনের চেষ্টা করেন এবং এলাকাবাসি তাকে বিবস্ত্র অবস্থায় হাতেনাতে ধরেন। অভিযুক্ত মসলেম উদ্দিন ৫ নং স্বরুপপুর ওয়ার্ড জামায়াত ইসলামের প্রচার সম্পাদক বলে দাবি এলাকাবাসির।
এই নিউজ লেখা পর্যন্ত এলাকায় সালিশ চলছিল। তবে মামলা হয়েছে কিনা জানা যায়নি। ( বিস্তারিত আসছে)