Thursday, February 6, 2025
No menu items!
Google search engine
Homeদেশভালোবাসা দিবস উপলক্ষ্যে সাজগোজ-এর ‘রেড হট ভ্যালেন্টাইন সেল’ শুরু

ভালোবাসা দিবস উপলক্ষ্যে সাজগোজ-এর ‘রেড হট ভ্যালেন্টাইন সেল’ শুরু

স্টাফ রিপোর্টার: দেশের শীর্ষস্থানীয় পার্সোনাল ও বিউটি কেয়ার অনলাইন প্ল্যাটফর্ম ‘সাজগোজ’ এবছরের ভালোবাসা দিবস উপলক্ষ্যে এক্সাইটিং ‘রেড হট ভ্যালেন্টাইন সেল’ ক্যাম্পেইন শুরু করেছে, যা আগামী ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ পর্যন্ত চলবে। ভালোবাসা দিবসকে আরও আনন্দময় করে তুলতে গ্রাহকরা কেনাকাটায় পাবেন এক্সক্লুসিভ ডিসকাউন্ট, ফ্রি ডেলিভারি (নির্দিষ্ট দিনে) এবং আকর্ষণীয় গিফট হ্যাম্পার জেতার সুবর্ণ সুযোগ।

ক্যাম্পেইন চলাকালে পারফিউম, স্কিনকেয়ার ও মেকআপ প্রোডাক্ট এবং গিফট বান্ডেলে ক্রেতারা পাচ্ছেন সর্বোচ্চ ৫০% পর্যন্ত মূল্যছাড়। ভালোবাসা দিবসকে সবার জন্য আরও সুন্দর ও আরও আনন্দময় করে তুলতেই সাজগোজ-এর এই বিশেষ আয়োজন।

ক্যাম্পেইনে আরও আছে ‘লাভ স্টোরি কনটেস্ট’, যেখানে অংশ নিলে থাকছে ৫,০০০ টাকা মূল্যের এক্সক্লুসিভ গিফট হ্যাম্পার জেতার সুযোগ। অংশগ্রহণের জন্য আপনার প্রিয়জনের সঙ্গে একটি ছবি তুলে নিজের ফেসবুক প্রোফাইলে পোস্ট করতে হবে এবং ক্যাপশনে লিখতে হবে নিজের ভালোবাসার গল্প। ক্যাপশনে ব্যবহার করতে হবে ‘#LoveShajgoj’ হ্যাশট্যাগ এবং ‘@shop.shajgoj.com’ লিংকটি ট্যাগ করতে হবে। এছাড়া, পোস্টের প্রাইভেসি পাবলিক রাখতে হবে। সেরা তিনটি লাভ-স্টোরি’র জন্য থাকছে সাজগোজের পক্ষ থেকে ৫,০০০ টাকা মূল্যের গিফট হ্যাম্পার।

এ প্রসঙ্গে সাজগোজ-এর সিসিও সিনথিয়া শারমিন ইসলাম বলেন, “সাজগোজ বিশ্বাস করে, ভালোবাসাকে সবচেয়ে সুন্দরভাবে এক্সপ্রেস করা যায় আন্তরিকতার মাধ্যমে। তাই, এই বিশেষ দিনটি প্রিয়জনের জন্য আরও স্মরণীয় করে তুলতে আমরা এই ক্যাম্পেইনটি নিয়ে এসেছি। গিফট হোক কিংবা সেলফ-কেয়ার, ভালোবাসা দিবসকে স্পেশাল করে তুলতে আমাদের কাছে আছে সবকিছুই।”

বিস্তারিত জানতে সাজগোজ-এর ওয়েবসাইটে ভিজিট করুন অথবা অ্যাপ ডাউনলোড করুন কিংবা নিকটবর্তী আউটলেটে যোগাযোগ করুন। যেকোন আপডেটস বা বিভিন্ন বিউটি টিপস পেতে চোখ রাখুন সাজগোজ-এর সোশ্যাল মিডিয়াতে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments