স্টাফ রিপোর্টার:ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের ঘোষণায় সরকার ও শিক্ষামন্ত্রণালয়কে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি প্রফেসর ড.এম কোরবান আলী ও জেনারেল সেক্রেটারি অধ্যাপক এবিএম ফজলুল করীম ।
২৯ জানুয়ারি জাহাঙ্গীর হোসাইনের পাঠানো অভিনন্দন বার্তায় শিক্ষক ফেডারেশনের নেতারা জানান, গত ১৯/০১/২০২৫ তারিখ থেকে চলে আসা ইবতেদায়ি মাদরাসা শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের আন্দোলনে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন তাদের যৌক্তিক দাবি-দাওয়ার প্রতি শুরু থেকেই সমর্থন দিয়ে আসছে। তাদের আন্দোলন ও বৃহত্তর সংগঠন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন ও এর অন্তর্গত বাংলাদেশ ইবতেদায়ি মাদরাসা শিক্ষক পরিষদের প্রচেষ্টায় ধীরে ধীরে তাদের আন্দোলন বেগবান হয়ে ওঠে, এরই প্রেক্ষিতে সরকার ও শিক্ষামন্ত্রণালয় গত ২৮/০১/২০২৫ তারিখ ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের দাবি মেনে নেওয়ায় বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের এবং আল্লাহর নিকট শুকরিয়া জ্ঞাপন করেন।
আদর্শ শিক্ষক ফেডারেশনের নেতৃদ্বয় পর্যায়ক্রমে সকল ধরণের ইবতেদায়ি মাদরাসাগুলোকে দ্রুত সময়ের মধ্যে জাতীয়করণের পদক্ষেপ নেওয়ার আহবান জানান। এছাড়া শিক্ষক ফেডারেশনের পক্ষ থেকে সরকারকে প্রাথমিক স্কুলের শিক্ষার্থীদের ন্যায় মিড-ডে মিল্ক ও শিক্ষা উপবৃত্তি চালু করার অনুরোধ জানান। নেতৃদ্বয় স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসাগুলোর অবকাঠামোগত উন্নয়নের জন্য সরকারের প্রতি আহবান জানান।