শিমুল শর্মা, রামু প্রতিনিধি: গত ১৫ জানুয়ারী রাত সাড়ে ৯টায় ঈদগাঁও থেকে আসার পথে কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিক সৈকত পত্রিকার ঈদগড় প্রতিনিধি সাংবাদিক জাফর আলম জুয়েল এর নগদ টাকা, মোবাইল,মোটর সাইকেল সহ অন্যান্য জিনিসপত্র লুট করে একদল ডাকাত।
জানা যায়, তিনি ঈদগড় সড়কের হিমছড়ি ঢালায় পৌঁছলে সড়কে আগে থেকে উৎপেতে থাকা ডাকাত দল গাছের ব্যারিকেট দিয়ে গতিরোধ করে তাকে পাশের জঙ্গলে নিয়ে বেধে রেখে সব কিছু লুটে নেয়।
এ সময় আরো একটি মোটরসাইকেল আসার খবরে ডাকাত দল ঐ মোটর সাইকেলটি আটকাতে গেলে সাংবাদিক জাফর আলম জুয়েল কৌশলে পালিয়ে চলে আসেন। এছাড়া আরো একটি আসা মোটর সাইকেলটির চালক সোহেল কে মারধর করে তার কাছে থাকা সব কিছু লুট করে নিয়ে যায়।
খবর পেয়ে ঈদগড়ের জনসাধারণ ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পরেও গাড়ি দুটির কোন ধরনের সন্ধান পায়নি।
তবে ঘটনাস্হলে যাওয়া পুলিশ পরিদর্শক জানান ক্ষতিগ্রস্হরা অভিযোগ দায়ের করলে আরও বেশি পুলিশ টহল বাড়িয়ে জড়িতদেরকে আইনের আওতায় আনা হবে।