Thursday, February 6, 2025
No menu items!
Google search engine
Homeদেশ গণপূর্তের কর্মচারী ইউনিয়ন নেতার বিরুদ্ধে মিথ্যা প্রচারণা ও ভিত্তিহীন অভিযোগ

 গণপূর্তের কর্মচারী ইউনিয়ন নেতার বিরুদ্ধে মিথ্যা প্রচারণা ও ভিত্তিহীন অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: গণপূর্ত অধিদপ্তরের উচ্চমান সহকারী ও কর্মচারী ইউনিয়নের নেতা এনামুল হক গণপূর্ত রক্ষণাবেক্ষণ বিভাগ ঢাকা এর বিরুদ্ধে একটি মহল ভিত্তিহীন বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত মিথ্যাচার করছে।

অনুসন্ধান করে দেখা যায়,
০১| সরকারি জমিতে অবৈধ ঘর নির্মাণ করে উহার ভাড়া আত্মসাৎ সংক্রান্ত সরকারি কোনো জমিতে ঘর নির্মাণ করে ভাড়া দিয়ে কোন টাকা আত্মসাৎ করে নাই এর কোন সত্যতা পাওয়া যায় নাই এই বিষয়ে গণপূর্ত রক্ষণাবেক্ষণ বিভাগ কর্তৃক তদন্ত করা হয়। তদন্ত প্রতিবেদনে মোঃ এনামুল হকের বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়।
২। বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ বাগিয়ে দিয়ে কোটি কোটি টাকা আদায় সংক্রান্ত : কোন ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে তার কোন সম্পর্ক নাই এমনকি তার নিজের কোন ঠিকাদারি প্রতিষ্ঠান নাই তাই কোটি কোটি টাকা আদায়ের বিষয় অনুসন্ধানে অভিযোগ ভিত্তিহীন যার কোন সত্যতা পাওয়া যায় নাই।
৩। সেগুন বাগিচা শুকতারা হোটেল থেকে চাঁদা আদায় সংক্রান্ত: শুকতারা ক্যান্টিন সহ অন্যান্য ভবিষ্যৎ সম্পর্কে গণপূর্ত রক্ষণাবেক্ষণ বিভাগ কর্তৃক গঠিত কমিটি একটি তদন্ত প্রতিবেদন ইতিপূর্বে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রদান করা হয়। যা আমাদের অনুসন্ধানে উঠে আসে।
৪। সার্ভিস রুল ভঙ্গ করে নিজের পদ পরিবর্তন করে প্রমোশন নেয়া সংক্রান্ত: সার্ভিস রুল ভঙ্গ করে নিজের পদবী পরিবর্তন করে পদোন্নতি কোন সুযোগ একজন কর্মচারীর নাই এই বিষয়ে উল্লেখ যে মহামান্য আদালতের রায়ের আলোকে আইন মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয় এর সম্মতি প্রেক্ষিতে ১২৪ জন কার্য সহকারী ও একজন অফিস সহকারী কাম কম্পিউটার মুদাক্ষরিক সহ মোট ১২৫ জনকে কার্যভিত্তিক প্রতিষ্ঠানে যোগদান তারিখ হতে জিও জারি করেন জারিকৃত আদেশে ২৬ -১১- ২০০০ সাল হইতে নিয়মিত প্রতিষ্ঠানে আনয়ন করবে কারণে ফিডার পদে ১৯ বছর চাকরি কাল হাওয়াই তদন্ত প্রতিবেদন ও চাকরি বহি পর যা আলোচনা চাকরি কাল প্রচলিত বিধিমালা অনুসরণ পূর্ব পদোন্নতি সংক্রান্ত যাচাই-বাছাই কমিটি কর্তৃক পদোন্নতি দেয়া হয়। যা গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর দায়িত্বশীল একাধিক সূত্র থেকে অনুসন্ধানে উঠে আসে। তাদেরকে পদোন্নতি প্রদানের বিষয়ে কোনো আপত্তি বা অভিযোগ নাই অথচ তাকে পদোন্নতি প্রদান করার অভিযোগ করা হয়েছে যা খুবই দুঃখজনক তার জন্ম তারিখ এসএসসি সনদ মোতাবেক এক এক ১৯৭০।
৫। সার্ভিস বুক জিম্মি করে সাধারণ কর্মচারীদের নিকট অর্থ আদায় এবং হয়রানি করা সংক্রান্ত প্রশাসনিক প্রয়োজনে গণপূর্ত কর্মচারীর সার্ভিস বুক আনয়নের প্রয়োজন হলে তা প্রধান প্রকৌশলী কার্যালয় চাহিদা মোতাবেক বিভিন্ন দপ্তর হতে আনায়ন করে থাকেন তাছাড়াও কর্মচারীদের সকল কাজ প্রধান প্রকৌশলী কার্যালয় সমস্ত প্রশাখা স্যার কর্তৃক সম্পন্ন করা হয় তাই কর্মচারীদের সার্ভিস বুক আনায়ন ও সংরক্ষণ শাখা-৪ আওতাধীন ব্যক্তিগতভাবে কোন কর্মচারী সার্ভিস বুক আমার কাছে জানা রাখা জিমি করে অথবা তাদের কোন সুযোগ নাই এই অভিযোগ উদ্দেশ্য মিথ্যা বানোয়াট।
৬| নিজ ভাই জাফর আলী এবং শ্যালক শাহ আলম কে বিভিন্ন অবৈধ সুবিধা প্রদান সংক্রান্ত: জাফর আলী কার্যভিত্তিক সহকারী কাঠমিস্ত্রি এবং শাহজালাল আউটসোর্সিং প্রক্রিয়ার গার্ড হিসেবে কর্মরত রয়েছে উপ উপ বিভাগীয় আওতাধীন। এখানে কমপক্ষে অবৈধ সুবিধা প্রদানের কোন ধরনের সুযোগ নাই আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা উদ্দেশ্য প্রণীত ভিত্তিহীন বানোয়াট।
৭। অফিস সহায়ক শামীমা আক্তারের বাসার কাচ ভাঙচুর ও হুমকি সংক্রান্ত: এ বিষয়ে শামীম আখতার রমনা থানায় জিডি নম্বর ৫৩৮, ১১-০১-২০২১ তারিখে রমনা থানায় আর একটি জিডি করেন ৫০৫ তদন্তকারী কর্মকর্তা উক্ত দুটি জিডি তদন্ত করে সত্যতা পাওয়া যায়নি মরমে বিজ্ঞ মহানগর হাকিম আদালত ঢাকা প্রতিবেদন দাখিল করেন।

গণপূর্ত অধিদপ্তরের উচ্চমান ও কর্মচারী ইউনিয়নের নেতা মোহাম্মদ এনামুল হক গণপূর্ত রক্ষণাবেক্ষণ বিভাগ ঢাকা সঠিক নেতৃত্বে কর্মচারীদের অনেক নেয় সংগত দাবি আদায় করা হয়েছে যা অতিত ইতিহাস পর্যালোচনা করলে বোঝা যায় তিনি গণপূর্ত রক্ষণাবেক্ষণ বিভাগ থাকায় দীর্ঘদিন সততা দায়িত্ব পালন করেন তাছাড়া চাকরি জীবনে কোন কর্মকর্তা ও কর্মচারীর সাথে মত পার্থক্য ও খারাপ সম্পর্ক হয়নি গণপূর্ত অধিদপ্তরের একটি মহল তার এই সুনাম ও তার প্রতি হিংসাত্মক ষড়যন্ত্র ভিত্তিহীন বানোয়াট উদ্দেশ্য প্রণোদিত ও মিথ্যাচার সংবাদ প্রচার করে মিডিয়া সন্ত্রাস করে তাকে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা করে চলছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments