শিমুল শর্মা, রামু : কক্সবাজারের রামু উপজেলায় ৪ লক্ষ ১৯ হাজার টাকার জাল নোট উদ্ধার করছে রামু থানার পুলিশ। খবর পেয়ে ০৮ জানুয়ারি ( বুধবার) সকাল ১১ টার সময় কাউয়ারখোপ ইউনিয়নের পশ্চিম মনিরঝিল নুরানী একাডেমি ও ফোরকানিয়া মাদ্রাসার সামনের থেকে এই টাকা উদ্ধার করা হয়।
সূত্রে প্রকাশ, পশ্চিম মনিরঝিল এলাকার শামশুল আলমের ছেলে নজরুল ইসলাম আব্বু ৪ লক্ষ ১৯ হাজার টাকা নিয়ে রামু ইসলামী ব্যাংক কর্মচারী মনিরঝিল এলাকার বাসিন্দা ইসলাম কে দেখানোর জন্য আসলে ব্যাংক কর্মকর্তা টাকা গুলি জাল নোট বলার সাথে সাথে টাকা রেখে পালিয়ে যান নজরুল ইসলাম।
পরে স্থানীয় চৌকিদার জহির উদ্দিন টাকা গুলি জব্দ করে রামু থানায় জানালে (পরিদর্শক)এস আই রাহুল ঘটনাস্থল এসে টাকা গুলি জব্দ করে।
এস আই রাহুল জাল টাকা উদ্ধারের বিষয়টি স্বীকার করেন। তিনি বলেন তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাস্হলে আসা স্থানীয়রা এমন জঘন্য অপকর্মের হোতা নজরুলকে দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবী জানিয়ে বলেন,ভবিষ্যতে আর কেউ যেন এমন কান্ড ঘটাতে সাহস না পায়।পাশাপাশি তার সাথে জালনোট তৈরিতে আর কেউ জড়িত কী না তাও খতিয়ে দেখতে ঐ পুলিশ পরিদর্শক কে আহবান জানান।