বিধান রুদ্র, চকরিয়া: কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার -বদরখালী সড়কে ডাকাতির শিকার হয়েছেন রামু রেলওয়ে স্টেশন ম্যানেজার আকতার হোসেন।
মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ১১ টার দিকে শাহারবিলের বোনের বাড়ি থেকে বদরখালী নিজ বাড়িতে আসার পথে ইলিশিয়া লম্বা রাস্তায় একদল সংঘবদ্ধ ডাকাত তাকে ছুরিকাহত করে।
এ সময় দুই লাখ টাকা লুট করে নিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হয়েছেন। আহত আকতার হোসেন বদরখালী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের দক্ষিণ পুকুরিয়ার বদি উল আলমের পুত্র।তার পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তার নিকট আত্নীয়ের একজন।
উল্লেখ্য, উক্ত সড়কে ডাকাতির ঘটনার আগের দিন এক কিশোরিকে সংঘবদ্ধ চক্র ধর্ষণ করেন।ফলে আইন শৃংখলার চরম অবনতি দেখা দিয়েছে ঐ এলাকায়।
প্রশাসনের আরো তৎপরতা বৃদ্ধি করার জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী।