Thursday, February 6, 2025
No menu items!
Google search engine
Homeদেশঅবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান, ১৫ টি বন্ধের নির্দেশ

অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান, ১৫ টি বন্ধের নির্দেশ

স্টাফ রিপোর্টার: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে সারা দেশে বায়ুদূষণের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। ৬ জানুয়ারি অবৈধ ইটভাটার বিরুদ্ধে ৫টি মোবাইল কোর্ট পরিচালনা করে ৩৮টি মামলার মাধ্যমে ১ কোটি ২৪ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করে। ১১টি ইটভাটার চিমনি ভেঙে কার্যক্রম বন্ধ করা হয় এবং ১৫টি ইটভাটা বন্ধের নির্দেশনা দেওয়া হয়।

যানবাহনের কালো ধোঁয়া নির্গমনের বিরুদ্ধে ১টি মোবাইল কোর্ট ৭ জন চালককে সতর্ক করে। শব্দ দূষণ প্রতিরোধে আরও ১টি মোবাইল কোর্ট ৭টি যানবাহনের চালককে সতর্ক করে এবং ৩টি হাইড্রোলিক হর্ন জব্দ করে।

পলিথিন বিরোধী অভিযানে ১টি মোবাইল কোর্ট ৩টি প্রতিষ্ঠান থেকে ৯ হাজার টাকা জরিমানা আদায় করে এবং ২৯ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করে। বায়ুদূষণের কারণে খোলা অবস্থায় নির্মাণ সামগ্রী রাখার অপরাধে ৩টি মোবাইল কোর্ট ৬টি প্রতিষ্ঠান থেকে ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করে।

এছাড়া, সাভার উপজেলায় একটি চারকোল কারখানার কার্যক্রম বন্ধ করা হয়।

০২ থেকে ০৬ জানুয়ারি ২০২৫ পর্যন্ত পরিচালিত মোট ৩৫টি মোবাইল কোর্টে ৯৭টি মামলার মাধ্যমে ২ কোটি ৫৬ লক্ষ ৭৭ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়। ৩২টি ইটভাটার চিমনি ভেঙে কার্যক্রম বন্ধ এবং ১৪টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়েছে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের উদ্যোগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুমোদনে পরিবেশ মন্ত্রণালয়ের ১১ কর্মকর্তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা এসব অভিযানে নেতৃত্ব দিচ্ছেন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দূষণ বিরোধী এ বিশেষ অভিযান চলমান থাকবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments