এস এম মেহেদী হাসান: বাংলাদেশের সর্ববৃহৎ হাওড় মৌলভীবাজারের হাকালকি। শীতের আগমনের সঙ্গে সঙ্গে ঝাঁকে ঝাঁকে আসছে অতিথি পাখি।
হাওড়ের বিভিন্ন বিলে বিচরণ করছে বিভিন্ন দেশ থেকে ছুটে আসা হাঁস জাতীয় এসব পাখি। আসাধু শিকারিদের প্রতিরোধে কঠোর ব্যবস্থা নিলে, বিগত কয়েক বছরের রেকর্ড সংখ্যক অতিথি পাখির সমাগমের সম্ভাবনা রয়েছে। পাখিপ্রেমি পর্যটক ও হাওড়পাড়ের বাসিন্দাদের অভিমত।
হাকালুকি হাওড়ের বালিজুরি, জলা, পোয়ালা, দুধাই, হাওড়খালসহ বিভিন্ন বিলে সরেজমিনে বিভিন্ন প্রজাতির বিদেশি পাখি ভেসে বেড়াতে দেখা গেছে। হাওড়পাড়ের বাসিন্দা ও বিভিন্ন জলমহালের ইজারাদারের লোকজন জানান, অন্যান্য বছরের তুলনায় এবার অতিথি পাখির সমাগম বেশি লক্ষ্য করা যাচ্ছে।
এখনও আসাধু শিকারিরা তেমন তৎপর হয়নি। প্রশাসিনক ভাবে যদি পাখি শিকারিদের প্রতিরোধের ব্যবস্থা নেওয়া হয়, তবে এবার বিগত কয়েক বছরের সর্বোচ্চ সংখ্যক অতিথি পাখির সমাগম ঘটবে হাকালুকি হাওড়ে।