Thursday, February 6, 2025
No menu items!
Google search engine
Homeদেশমোবাইল চুরির অপবাদ সইতে না পেরে যুবকের আত্মহত্যা

মোবাইল চুরির অপবাদ সইতে না পেরে যুবকের আত্মহত্যা

ইয়াছিনুর রহমান নাঈম, কুলাউড়া(মৌলভীবাজার): কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নে মোবাইল চুরির অপবাদ দিয়ে মারপিট করায় অপমান সইতে না পেরে মুজাহিদুর রহমান সায়ান (২০) নামক এক যুবক ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার আত্মহত্যা করেছে। চুরির অপবাদ দিয়ে বাবুল আহমদ নামক স্থানীয় আওয়ামী লীগ নেতা সায়ানকে মারপিট করেছেন বলে জানা গেছে।

জানা যায় উপজেলা কর্মধা ইউনিয়নের পূর্ব ফটিগুলি গ্রামে ২৫ ডিসেম্বর বুধবার রাতে এলাকায় ছুফি মিয়ার দোকান থেকে তার মোবাইলটি চুরি হয়। স্থানীয় আওয়ামী লীগ নেতা বাবুল আহমদ ও বাদশা মিয়া এঘটনায় মৃত হীরা মিয়ার ছেলে মুজাহিদুর রহমান সায়ানকে অভিযুক্ত করে মারপিট করেন।

পরিবারের লোকজন জানান, রাতে বাড়িতে গেলেও সায়ান অপমানিত বোধ করেন। সকালে সায়ানের মা বিষয়টি স্থানীয় ইউনিয়নের মেম্বার আব্দুল মতিনের বাড়িতে যান। এই ফাঁকে সায়ান ঘরের তীরের সাথে গলার মাফলার দিয়ে আত্মহত্যা করেন।

কর্মধা ইউপি মেম্বার আব্দুল মতিন জানান, সায়ানের মায়ের সাথে বাড়িতে গিয়ে লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। বিষয়টি তাৎক্ষণাৎ কুলাউড়া থানা পুলিশকে অবহিত করা হয়।

খবর পেয়ে কুলাউড়া থানার এসআই মোস্তাফিজ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. গোলাম আপছার জানান, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হবে। বিষয়টি তদন্তাধীন আছে। তাছাড়া ময়না তদন্ত প্রতিবেদন পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments