আবুল কালাম আজাদ, কুমিল্লা : অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন মোচাগড়া শান্তি নীড় সমাজ কল্যান সংঘের উদ্যেগে শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেলে সংঘের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোহাম্মদ আবদুল কুদ্দুস বৃদ্ধ পুরুষ-মহিলা ও প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ করনে।
আঃ পীরজাদা শাহসুফী সৈয়দ মোস্তাফিজুর রহমান নোমান, মুরাদনগর প্রেসক্লাব সভাপতি মোঃ হাবিবুর রহমান, সুজন (সুশাসনে জন্য নাগরিক) মুরাদনগর উপজেলা সভাপতি ও সাংবাদিক আবুল কালাম আজাদ ভূঁইয়া, মাওলানা মোঃ খোরশেদ আলম সরকার, রুকু মিয়া, সমাজ সেবক মোঃ সাহেদ, মোঃ মানিকুজ্জামান, আসকর আলী, মোঃ আলমগীর হোসেন, মোঃ গোলাম মোস্তফা, মোচাগড়া আদর্শ উচ্চ বিদ্যালয় শিক্ষক মোহাম্মদ জহিরুল ইসলাম, মোহাম্মদ শফিকুল, সাধারণ সম্পাদক ও শিক্ষক মোহাম্মদ আল আমিন, কোষাধ্যক্ষ কবির আহমেদ, কার্যকরী সদস্য মোঃ নুরুল ইসলাম খোকন, বজলুর রহমানসহ অনেকে।
সংগঠনের সভাপতি ও মোচাগড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক মোহাম্মদ আবদুল কুদ্দুস বলেন, মানবতার কল্যাণে ২০১১ সাল থেকে সকলকে নিয়ে এই সংগঠনের পথচলা। অসহায়, দুস্ত মানুষদের পাশে দাঁড়াচ্ছে। প্রতি বছর অসহায় শীতার্ত মানুষের জন্য গরম কাপড় বা কম্বল বিতরণ করে আসছি।
এছাড়াও বন্যার্থদের সহায়তা ও অসহায় গরীব মেয়েদের বিয়েতে সহায়তা, মেধাবী শিক্ষার্থীদের মাঝে বই,খাতা,কলম বিতারন করে থাকি। আল্লাহ্ যেন আমাদের আরো বড় পরিসরে মানুষের সেবা করার তৌফিক দান করেন।
তিনি বলেন, আপনার একটু সহযোগীতায় একজন মানুষের একটু হলেও কষ্ট লাগব হতে পারে। তাই যতোটুকু সম্ভব অসহায় মানুষের পাশে দাঁড়ান, শীতার্ত মানুষের পাশেন দাঁ