Thursday, February 6, 2025
No menu items!
Google search engine
Homeদেশলালমনিরহাটে বিসিএস ক্যাডারদের বৈষম্যের প্রতিবাদে মানববন্ধন

লালমনিরহাটে বিসিএস ক্যাডারদের বৈষম্যের প্রতিবাদে মানববন্ধন

লালমনিরহাট প্রতিনিধি: ‘আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ’ এর উদ্যোগে সারা দেশের ন্যায় বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) লালমনিরহাট জেলা সদরে মিশন মোড় চত্বরের সামনে বিসিএস কৃষি মৎস্য লাইফ স্টক ক্যাডার এবং সাধারণ ক্যাডার কর্মকর্তাদের সমন্বয়ে ঘণ্টা ব্যাপী ‘মানববন্ধন’ পালিত হয়েছে।

জনপ্রশাসন সংস্কার কমিশন প্রস্তাবিত উপসচিব পুলে কোটা পদ্ধতি বহাল, শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারকে সিভিল সার্ভিসের বহির্ভূত করণের প্রতিবাদ এবং কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয় প্রতিষ্ঠার দাবিতে বৃহস্পতিবার ১১টা থেকে দুপুর ১২ পর্যন্ত এ ‘মানববন্ধন’ পালন করা হয়। প্রশাসন ক্যাডার ছাড়া বাকি ২৫টি ক্যাডারের কর্মকর্তারা জেলার বিভিন্ন স্থানে এই কর্মসূচিতে অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, কৃষি বিভাগের ডক্টর মোহাম্মদ সাইখুল আরেফিন উপ-পরিচালক লালমনিরহাট। মোহাম্মদ শাহ আলম মিয়া জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষি খামার বাড়ি লালমনিরহাট। সৈয়দা সিফাত জাহান অতিরিক্ত উপ পরিচালক শস্য লালমনিরহাট। মোহাম্মদ গোলাম মোস্তফা যুবাইদুর রহমান অতিরিক্ত উপ পরিচালক উদ্যান। আল মুজাহিদ সরকার অতিরিক্ত উপ পরিচালক পিপি।

জয়দেব পাল জেলা মৎস্য কর্মকর্তা লালমনিরহাট। সুজিত কুমার সিনিয়র সহকারী পরিচালক মৎস্য অধিদপ্তর লালমনিরহাট। মোছাম্মদ সানজিদা ইয়াসমিন মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা লালমনিরহাট।ডা: মো: জাহাঙ্গীর আলম জেলা প্রাণিসম্পদ অফিসার লালমনিরহাট। মোহাম্মদ আল মামুনুর রশিদ জেলা প্রশিক্ষণ কর্মকর্তা। ডাক্তার মোহাম্মদ বজলুর রশিদ ভেটেনারি সার্জন জেলা ভেটেনারি হাসপাতাল লালমনিরহাট।মানববন্ধন শেষে বক্তারা বলেন আমাদের অধিকার আদায় না হওয়া পর্যন্ত আমরা আমাদের এই যৌক্তিক আন্দোলন চালিয়ে যাব।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments