ধামরাই এর ভাড়ারিয়ায় সাইদ পাড়া কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে এক ওয়াজ মাহফিলে ভারতে ও গত ১৭ বছর ফ্যাসিস্ট সরকারের শাসনকালে দেশের মুসলমান ও আলেম সমাজের উপর বিভিষিকাময় নির্যাতনের বর্ণণা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাহসীকতা বিবরণ আলোচনা করেন অনুষ্ঠানের প্রধান বক্তা মাওঃ মুফতী আনোয়ার শেখ সাদী।
এই সময় স্থানীয় ওয়ার্ল্ড আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান মেম্বার সোহরাব হোসেন মাওলানা সাহেবের উপর চড়াও হন এবং ওয়াজ মাহফিল বন্ধ করে দেন । এমন অবস্থায় বেশ কিছুক্ষণ বাক-বিতণ্ডা চলতে থাকে।
মাহফিলে থাকা সাধারণ মানুষ বক্তাকে তার ওয়াজ চালিয়ে যেতে বললেও সোহরাব হোসেন ও তার চাচা অত্র মসজিদের সভাপতি মোঃ আজাহার আলী মাহফিল বন্ধ করে প্রধান বক্তাকে মঞ্চ থেকে উঠে যেতে বলেন।
মাহফিলে উপস্থিত কোন মানুষই তাদের বিরুদ্ধে কথা বলতে সাহস পায়নি। স্থানীয় লোকজন জানান, এই গ্রামে তাদের এমন অন্যায় শাসনব্যবস্থা কয়েক যুগ ধরেই চলছে। মানুষকে মারাধোর করে বিচার না করা, হুমকি ধামকি দেওয়া নিয়মে পরিণত করেছেন চাচা ভাতিজা। এই এলাকার নিরীহ মানুষ বরাবরই এদের দ্বারা নির্যাতনের অত্যাচারের শিকার হচ্ছেন। ঘুষের ঠিকাদার বলে সুনাম আছে চাচা ভাতিজার।