Thursday, February 6, 2025
No menu items!
Google search engine
Homeদেশগৌরীপুরে শীতের রাতে কম্বল নিয়ে ছিন্নমূল মানুষের পাশে ইউএনও

গৌরীপুরে শীতের রাতে কম্বল নিয়ে ছিন্নমূল মানুষের পাশে ইউএনও

এইচ.টি তোফাজ্জল,গৌরীপুরঃ পৌষ মাসের শীতের রাতে বইছে কনকনে হাওয়া। ছিন্নমূল মানুষগুলো খড়কুটায় আগুন জ্বালিয়ে শীতের প্রকোপ থেকে রক্ষা পাওয়ার চেষ্টা চালাচ্ছে। এমন সময় তাদের মাঝে শীতের কম্বল নিয়ে হাজির হলেন ময়মনসিংহের গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসান।

বুধবার রাতে গৌরীপুর পৌর শহরের হরিজনপল্লী, এতিমখানা, মাদরাসা ও গৌরীপুর জংশন এলাকায় কোনো প্রকার আনুষ্ঠানিকতা ছাড়াই এতিম, দরিদ্র শিক্ষার্থী, ছিন্নমূল ও ভাসমান নারী-পুরুষ, অটোরিকশা চালক সহ শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার। প্রশাসনের এই কর্মকর্তাকে কাছে পেয়ে কিছুক্ষণের জন্য শীতের কষ্ট ভুলে গিয়েছিল শীতার্ত ও ছিন্নমূল মানুষগুলো।

গৌরীপুর জংশনের ছিন্নমূল নারী রুপালী বলেন, শীতবস্ত্র না থাকায় শীতের রাতে খুব কষ্ট হচ্ছিল। ইউএনও স্যার স্টেশনে এসে নতুন শীতের কম্বল দিয়েছে। আমি অনেক খুশি।

হরিজন পল্লীর সর্দার রঙিলা বাশফোর বলেন, ইউএনও স্যার রাতের বেলায় আমাদের এখানে এসে সার্বিক খোঁজ-খবর নিয়েছেন। পরে প্রত্যেকটি ঘরে ঘরে গিয়ে নতুন কম্বল উপহার দিয়েছেন। আমরা কম্বল পেয়ে সবাই খুশি।

উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসান বলেন, কয়েক দিন ধরে এই অঞ্চলে বেশ শীত পড়েছে। এই শীতে অনেক ছিন্নমূল ও শীতার্ত মানুষের শীতবস্ত্র কেনার সামর্থ নেই। প্রকৃত শীতার্ত ও দরিদ্র মানুষের মাঝে শীতের নতুন কম্বল বিতরণ করতে আমি নিজেই রাতের বেলা কম্বল নিয়ে বের হয়েছি। অপ্রত্যাশিত ভাবে কম্বল উপহার পাওয়ার পর শীতার্ত মানুষের মুখে যে হাসি ফুটে উঠেছে সেটাই আমাদের পরম পাওয়া।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments