Thursday, February 6, 2025
No menu items!
Google search engine
Homeদেশপীরগঞ্জে জিংক ধানের বীজ বিতরণ

পীরগঞ্জে জিংক ধানের বীজ বিতরণ

জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও: পুষ্টির চাহিদা পূরণ ও জিংক ধানের চাষ সম্প্রসারণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার প্রান্তিক ১০০ কৃষককে প্রশিক্ষণ প্রদান এবং বিনামূল্যে জিংক ও আয়রন সমৃদ্ধ ব্রি ধান ৭৪ জাতের বীজ বিতরণ করা হয়েছে।

সোমবার (২৩ ডিসেম্বর) বিকালে ইএসডিও এর আয়োজনে “আন্তর্জাতিক খাদ্যনীতি গবেষণা ইনস্টিটিউট (IFPRI) হারভেস্ট প্লাস প্রোগ্রাম” রিঅ্যাক্ট-ইন প্রকল্পের আওয়তায় উপজেলার হাজীপুর ইউনিয়নের বোর্ডের হাট মাঠে অগ্রণী কৃষক প্রশিক্ষণ ও বীজ বিতরণ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা লায়লা আঞ্জুমান আরা। এছাড়া উপস্থিত ছিলেন “আন্তর্জাতিক খাদ্যনীতি গবেষণা ইনস্টিটিউট (IFPRI) হারভেস্ট প্লাস প্রোগ্রাম” এর রিঅ্যাক্ট- ইন প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান ইএসডিও’র প্রজেক্ট ফোকাল কৃষিবিদ মো. আশরাফুল আলম সহ স্থানীয় কৃষক-কৃষাণিরা।

অনুষ্ঠানে অতিথিরা, মানব দেহে জিংকের উপকারিতা, অভাবজনিত লক্ষণ ও জিংকের ঘাটতি পূরণের উপায়সহ জিংক এবং আয়রন সমৃদ্ধ ধানের বিভিন্ন জাত, উৎপাদন প্রযুক্তি বিষয়ে আলোচনা করেন। সুস্থ, সবল ও মেধাবী সমাজ গড়তে দিনে একবার হলেও জিংক সমৃদ্ধ চালের ভাত খাওয়ার ও জিংক ধানের চাষ বৃদ্ধি করার পরামর্শ প্রদান করেন। আর এসব জাতের ধান মানুষের হাতের নাগালে পৌঁছাতে ও সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধিতে কাজ করার এবং পরবর্তী বছরে প্রত্যেক কৃষককে তাদের উৎপাদিত জিংক ধানের বীজ ৪ কেজি করে ৩ জন কৃষককে প্রদান করার নির্দেশ দেন তারা।

পরে কৃষক-কৃষাণীকে ৪ কেজি করে মোট ৪০০ কেজি বীজ প্রদান করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments