কুলাউড়ায় অবৈধভাবে পরিবহনের সময় আগর কাঠ বোঝাই একটি ট্রাক জব্দ করেছে বনবিভাগ।
২২ ডিসেম্বর (রবিবার) রাত ১১ টায় কাঠ বোঝাই গাড়ী জব্দ করে রেঞ্জ অফিসে নিয়ে আসা হয়। বন বিভাগ জানায়,কুলাউড়া-জুড়ী সড়কের উত্তরবাজার এলাকায় টহলকালীন সময়ে দ্রুত গতিসম্পন্ন একটি কাঠ বোঝাই ট্রাকের গতিরোধ করেন কুলাউড়া রেঞ্জের স্টাফরা। তখন বন বিভাগ কাঠের অনুমতির কাগজপত্র দেখাতে বললে তারা দেখাতে পারেন নি। তখন আগর গাছ বোঝাই ট্রাক জব্দ করে বনবিভাগ। কুলাউড়া রেঞ্জ অফিসার মো আব্দুল আহাদ এ অভিযানে নেতৃত্ব দেন। বন বিভাগ জানায়,জব্দকৃত কাঠের পরিমান ৭২ ঘনফুট। যার বাজারমূল্য ২ লক্ষাধিক টাকা।
এব্যাপারে বনবিভাগের কুলাউড়া রেঞ্জ অফিসার মো আব্দুল আহাদ জানান, অবৈধভাবে মূলবান আগরকাঠ পাচারের সময় একটি ট্রাক ও কাঠ জব্দ করা হয় এবং বন আইনে মামলা রূজু করা হয়েছে।