কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার মুরাদনগরে শোলা পুকুরিয়া ইসলামী সমাজ সেবা যব উন্নয়ন পরিষদ অর্ধশতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরন করেছে।
সোমবার বিকালে উপজেলার যাত্রাপুর ইউনিয়নের শোলাকিয়া গ্রামের সংগঠনটির নতুন কার্যালয়ে ওই কম্বল বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও বেস্ট ফ্যাশন ওয়ার লি: এর ব্যাবস্থাপনা পরিচালক মাহমুদুর রহমান। সংগঠনের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, মোচাগড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুল কুদ্দুস।
আবু বকর মুহাম্মাদ হোসাইনের সঞ্চালনায় অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন, সুজন(সুশাসনের জন্য নাগরিক) মুরাদনগর উপজেলার সভাপতি সাংবাদিক আবুল কালাম আজাদ, হাবিবুর রহমান, শামীম আহম্মেদ, ইউপি সদস্য আবুল খায়ের, সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক রমজান আলী, কোষাধ্যক্ষ সাদেক হোসেনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।