Monday, March 17, 2025
No menu items!
Google search engine
Homeদেশমাগুরায় ৮৭ ফাউন্ডেশনের ৫ম সাধারণ সভা ও শিক্ষার্থীদের মাঝে বৃত্তির টাকা প্রদান

মাগুরায় ৮৭ ফাউন্ডেশনের ৫ম সাধারণ সভা ও শিক্ষার্থীদের মাঝে বৃত্তির টাকা প্রদান

মোঃ সাইফুল্লাহ: মাগুরা শ্রীপুরের ঐতিহ্যবাহী খামারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের নিয়ে গঠিত অরাজনৈতিক সেবা মূলক প্রতিষ্ঠান, ৮৭ ফাউন্ডেশনের ৫ম সাধারণ সভা এবং গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তির টাকা শনিবার দুপুরে খামারপাড়া মাধ্যমিক বিদ্যালয় সম্মেলন কক্ষে প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে ৮৭ ফাউন্ডেশনের উদ্যোগে ৩৪ জন এবং ফাউন্ডেশনের বিশেষ ব্যক্তির উদ্যোগে ১০ জনসহ উপজেলার ৭ টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৪৪ জন শিক্ষার্থীদের মাঝে এ বৃত্তির টাকা প্রদান করা হয়।
৮৭ ফাউন্ডেশনের আহ্বায়ক মোল্লা আনিচুর রহমান পিন্টু’র সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের নব নির্বাচিত সভাপতি মৃত্যুঞ্জয় কুমার ঘোষ।

ফাউন্ডেশনের নব নির্বাচিত সাংগঠনিক সম্পাদক ও খামারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোল্লা আতিয়ার রহমানের সঞ্চালনায় এ সময় ভার্চুয়ালে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন ৮৭ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কানাডা প্রবাসী ডাক্তার মুধা সাইফুল ইসলাম রন্জু।
বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম।

বক্তব্য রাখেন খামারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদ, ৮৭ ফাউন্ডেশনের সাবেক সভাপতি ও শ্রীপুর মহিলা কলেজের অধ্যক্ষ শেখ মইদুল ইসলাম, বিশিষ্ট সাংবাদিক মোঃ সাইফুল্লাহ, খামারপাড়া এসআই আলিম মাদ্রাসার অধ্যক্ষ কাওসার উদ্দিন, খামারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক অনন্ত কুমার বিশ্বাস, এ,জেড উবাইদুল্লাহ , এছাড়া শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখে প্রভাকর বিশ্বাস ।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাট দাখিল মাদ্রাসার সুপার মোঃ নুরুদ্দিন মৃধা, শ্রীকোল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নিজাম উদ্দিন, বরিশাট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সবুজ হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থী ও ফাউন্ডেশনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের শেষ পর্বে ২০২৪-২৫ সালের জন্য মৃত্যঞ্জয় কুমার ঘোষকে সভাপতি ও আমির হামজা মোল্যাকে সাধারণ সম্পাদক করে ১৮ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
৮৭ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডাক্তার মৃধা সাইফুল ইসলাম রন্জু জানান- আমরা উপজেলার ৭টি শিক্ষা প্রতিষ্ঠানের গরীব ও মেধাবী শিক্ষার্থীকে প্রতি ৩ মাস অন্তর বৃত্তির টাকা প্রদান করে থাকি। তাছাড়াও অসচ্ছল সদস্যদের সন্তানদের লেখাপড়ার সার্বিক সহযোগিতা, গরীব ও মেধাবী শিক্ষার্থীদের ফরম ফিলাপের জন্য বিশেষ অর্থ প্রদান, জেলার বিভিন্ন এলাকায় অক্সিজেন সেবা ও শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ, অসহায় রোগীদের জন্য আর্থিক সহযোগিতাসহ বিভিন্ন ধরনের সেবামূলক কার্যক্রম পরিচালনা করে থাকি। এছাড়া এ বছর সংগঠনের পক্ষ থেকে যাকাতের ১ লাখ ৩০ হাজার ৭’শ ৪২ টাকা প্রদান করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments