শেখ আবু সাঈদ, বাগেরহাট : টাকা মাত্র দশ হাজার, খুলে যাবে ব্যবসার দ্বার। আমি সৎ ব্যবসায়ী হব, আমার ব্যবসা আমি করব। এ শ্লোগানকে সামনে রেখে বাগেরহাট জেলা শাখার দ্বি-বার্ষিক কাউন্সিল শুক্রবার সকালে বাগেরহাট শহরস্ত হোটেল ধানসিঁড়িতে অনুষ্ঠিত হয়েছে।
জেলা সভাপতি বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যক্ষ সাইফুদ্দিন এর সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি আব্দুর রাজ্জাক চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত এ কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মুহম্মহ শহিদুল ইসলাম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহকারী জেনারেল সেক্রেটারি ইঞ্জিনিয়ার কাজী আবিদ হাসান সিদ্দীক, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও খুলনা জোন সভাপতি খান মোশাররফ হোসাইন এবং নির্ধারিত বিষয়ে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, খুলনা জোনের সহকারী সেক্রেটারি ও বাগেরহাট জেলা সহ-সভাপতি মুহাম্মাদ ইব্রাহীম হাসান।
কাউন্সিলের নির্বাচনী অধিবেশনে প্রধান অতিথি ২০২৫-২০২৬ সেশনের জন্য নির্বাচিত ৩১ সদস্যের পূর্ণাঙ্গ বাগেরহাট জেলা কমিটির নাম ঘোষণা করেনl কমিটির নির্বাচিতরা হলেন সভাপতি অধ্যক্ষ সাইফুদ্দিন, সহ-সভাপতি মুহাম্মাদ ইব্রাহীম হাসান ও শেখ ইকরামুল কবীর, সেক্রেটারি মো: আ: রাজ্জাক চৌধুরী, সহকারি সেক্রেটারি মাও: মোঃ নুরুল হাসান ও আল নেওয়াজ ফয়সাল, কোষাধ্যক্ষ শেখ আবু সাঈদ, সমাজকল্যাণ সম্পাদক মাহাবুর রহমান, প্রচার সম্পাদক শাহরিয়ার ফয়সাল, ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক এইচ এম নাজমুস সাহাদাত, ড্রাগ ও কেমিস্ট বিষয়ক সম্পাদক মোঃ কাওছার আলী, হোটেল ও রেস্তোরাঁ বিষয়ক সম্পাদক মোহাম্মদ রিয়াদুল ইসলাম। এছাড়াও কমিটির অন্যান্য সদস্যরা হলেন, মোহাম্মাদ আলী চৌধুরী, এস এম সাইফুর রহমান (শেফা), সেখ মাসুম বিল্লাহ আহমেদ, ডা: মোঃ এখলাছ উদ্দিন, মোঃ রাহাতুল ইসলাম, শেখ নাহিদ হাসান, শমসের আলী, হুমায়ুন আজাদ, নাসির উদ্দিন, মোঃ আ: কাদির, সোহেল, মোঃ আনিসুর রহমান, ইব্রাহীম খান, মোঃ আলী আযম হাওলাদার, রিয়াজুল ইসলাম, মোঃ ইলিয়াচ আকন, মোঃ নাসির উদ্দিন, মোহাম্মদ নুরুজ্জামান গাজী ও মোহাম্মদ মিজান খান।