Thursday, February 6, 2025
No menu items!
Google search engine
Homeদেশনূরনগরে যুব জামাতের আয়োজনে ইসলামী প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নূরনগরে যুব জামাতের আয়োজনে ইসলামী প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

আশিকুর রহমান, শ্যামনগর:  নূরনগর নবীন সংঘ মাঠে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল ১০টায় নূরনগর যুব জামাতের উদ্যোগে ইসলামী প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নূরনগর ইউনিয়ন শাখার আয়োজনে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নূরনগর ইউনিয়ন জামায়াতের আমির ডা. রুহুল আমিন। যুব বিভাগ সভাপতি ফারুক হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী শ্যামনগর উপজেলার আমির মাওলানা আব্দুর রহমান।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “আজকের যুবকরাই দেশ ও জাতির ভবিষ্যৎ। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এবং দেশকে ইসলামী কল্যাণ রাষ্ট্রে রূপান্তরিত করতে যুব সমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। ইসলামী মূল্যবোধে অনুপ্রাণিত হয়ে তারা একটি শান্তিপূর্ণ আদর্শ সমাজ প্রতিষ্ঠায় সক্ষম হবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলার নায়েবে আমির সহকারী অধ্যাপক এস এম ফজলুল হক, যুব জামাতের শ্যামনগর উপজেলা সভাপতি সাঈদী হাসান বুলবুল, সেক্রেটারি মাওলানা গোলাম মোস্তফা, সূরা ও কর্ম পরিষদ সদস্য মাওলানা আব্দুল মজিদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পশ্চিম শাখা ছাত্রশিবিরের সভাপতি আব্দুস সামাদ, ক্রীড়া সম্পাদক গোলাম মোস্তফা, নূরনগর ইউনিয়ন শাখার সেক্রেটারি লিয়াকত হোসেন বাবু, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি গাজী নজরুল ইসলাম, সেক্রেটারি নুর আলম, এবং বিশিষ্ট ব্যবসায়ী আশরাফ আলী।

ইসলামী প্রতিযোগিতায় কোরআন তেলাওয়াত, আজান, ইসলামী সংগীত ও হামদ-নাত বিভাগে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন আশরাফুল আলম, আলহাজ্ব আবু বকর সিদ্দিক, মাওলানা আব্দুল আলিম এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হাফেজ আব্দুল্লাহ আল মামুন। বিকেলে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

সন্ধ্যায় শুরু হওয়া সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন ক্বারী আনসার রহমান, শিল্পী আরাফাত ইসলাম আল-আমিন, জনপ্রিয় কৌতুক শিল্পী ইয়াসিন আরাফাত, ইমরান হোসেন, এবং বিশেষ আকর্ষণ হরবালা আজিজুর রহমান। বিহঙ্গ শিল্পীগোষ্ঠীর পরিবেশনায় পুরো নবীন সংঘ মাঠ চত্বর জনসাধারণে মুখরিত হয়ে ওঠে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments