Thursday, February 6, 2025
No menu items!
Google search engine
Homeদেশনাচোলে জোড়া খুনের মামলায় দুই আসামী রিমান্ডে

নাচোলে জোড়া খুনের মামলায় দুই আসামী রিমান্ডে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের মল্লিকপুর বাজারে জোড়া খুনের ঘটনায় গ্রেফতারকৃত আসামী দুজনের দুদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

গত বৃহস্পতিবার দুপুরে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ঈশিতা শবনব এ আদেশ দেন।

এর আগে পুলিশ গ্রেফতারকৃত নাচোল উপপজেলার মল্লিকপুরের বাহার আলী মন্ডলের ছেলে আজিজুর হক (৫২) ও এজাবুলের ছেলে তাসিম (৩২) কে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করলে আদালত দুদিনের রিমান্ড মঞ্জুর করে। মামলার তদন্ত কর্মকর্তা নাচোল থানার এসআই দেওয়ান আলমগীর জানান, নিহত মাসুদ রানার বাবা এজাবুল হক ১০ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৭-৮ জনকে আসামী করে বুধবার রাতে হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় এজাহার নামীয় দুজন আসামী আজিজুল হক ও তাসিমকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়।

আদালত দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন। উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের মল্লিকপুর বাজারে বিজয় দিবসের অনুষ্ঠান শেষে মঙ্গলবার রাত পনে ১১টার দিকে নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের এজাবুল হকের ছেলে মাসুদ রানা (২২) ও একই ইউনিয়নের আব্দুর রহিমের ছেলে রায়হান (১৫) কে কুপিয়ে হত্যা করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments