Thursday, February 6, 2025
No menu items!
Google search engine
Homeদেশ"ভারতের সাথে নতজানু পররাষ্ট্রনীতি নয়: স্থানীয় সরকার উপদেষ্টা

“ভারতের সাথে নতজানু পররাষ্ট্রনীতি নয়: স্থানীয় সরকার উপদেষ্টা

আবুল কালাম আজাদ, কুমিল্লা: অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, জুলাই গণঅভ্যুত্থান-২০২৪ পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার ভারতের সাথে নতজানু পররাষ্ট্রনীতি থেকে বেরিয়ে এসেছে; সাম্য এবং ন্যায্যতার ভিত্তিতেই দুই দেশের পারষ্পরিক সম্পর্ক নতুনভাবে গড়ে উঠবে।
আজ বুধবার বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি(বার্ড) কর্তৃক আয়োজিত “Achieving Sustainable Development Goals: Financial Inclusion & Rural Transformation” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা বলেন।
উপদেষ্টা আরো বলেন, ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশন কার্যালয়ে হামলা ও পতাকা অবমাননার ঘটনায় বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্রতিবাদ ও বিক্ষোভ দেখা যাচ্ছে। এই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। বাংলাদেশ–ভারত উদ্ভূত পরিস্থিতিতে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে বিষয়টি অবহিত করা হয়েছে।
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, নাগরিক সেবা নিশ্চিতকরণে এবং গতিশীলতা বৃদ্ধিতে নির্বাচিত জনপ্রতিনিধিদের দ্বারা স্থানীয় সরকার পরিচালনা করা প্রয়োজন। এ বিষয়ে স্থানীয় সরকার সংস্কার কমিশনের সাথে ইতোমধ্যে আলোচনা করা হয়েছে বলে জানান তিনি। এ প্রসঙ্গে তিনি আরো বলেন, স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের আগে হবে কিংবা পরে হবে তা নির্ভর করছে নির্বাচন কমিশনের সক্ষমতা এবং স্থানীয় সরকার সংস্কার কমিশনের সংস্কার কার্যক্রম ও রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার উপর।
এর আগে প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা বলেন, আর্থিক অন্তর্ভুক্তি এবং গ্রামীণ উন্নয়ন এর মাধ্যমেই জাতীয় উন্নয়ন করা সম্ভব। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, বার্ড এবং আফ্রিকান-এশিয়ান রুরাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (আরডো) এর সমন্বিত উদ্যোগে আয়োজিত এ ধরণের প্রশিক্ষণ কর্মশালাকে উৎসাহিত করেন তিনি। এছাড়াও প্রশিক্ষণার্থীরা এই কর্মশালায় অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে গ্রামীণ উন্নয়নে অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বার্ডের মহাপরিচালক সাইফ উদ্দিন আহমেদের সভাপতিত্বে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে ভার্চুয়ালি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ‘আরডো’ এর গবেষণা বিভাগের প্রধান ড. খুশনুদ আলী। কুমিল্লা সফরে উপদেষ্টা’র একান্ত সচিব, জনসংযোগ কর্মকর্তা এবং ব্যক্তিগত কর্মকর্তাবৃন্দ উপদেষ্টা’র সফরসঙ্গী ছিলেন।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments