মোঃ মোরছালিন, জয়পুরহাট প্রতিনিধি:
ভারতে উগ্রবাদী সংগঠন ইসকনের কর্মকাণ্ড, উগ্রবাদী সন্ত্রাসীদের হাতে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের নির্মম হত্যাকাণ্ড এবং বাংলাদেশ উপ-হাইকমিশনে হামলার প্রতিবাদে জয়পুরহাট জেলার পাঁচবিবিতে সর্বস্তরের জনগণের উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ ডিসেম্বর) পাঁচবিবি বাইতুন নূর জামে মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হওয়া মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শান্তিপূর্ণ এ মিছিলে অংশগ্রহণকারীরা ভারতের উগ্রবাদী কার্যক্রমের তীব্র নিন্দা জানিয়ে এর জন্য আনুষ্ঠানিক ক্ষমা চাওয়ার দাবি করেন। পাশাপাশি তারা বাংলাদেশ সরকারের প্রতি দেশের সার্বভৌম মর্যাদা রক্ষায় আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান।
মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন পাঁচবিবি বাইতুন নূর জামে মসজিদের মহতামিম মোঃ জামিল হোসেন, পাঁচবিবি উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আজিজার রহমান এবং শিক্ষক হাফিজার রহমান।
বক্তারা বলেন, ভারতের উগ্রবাদী কার্যকলাপ এবং বাংলাদেশ উপ-হাইকমিশনে হামলার ঘটনা আন্তর্জাতিক নীতিমালার পরিপন্থী। তারা বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে দেশের মর্যাদা রক্ষায় সরকারকে আরও কঠোর ও কৌশলগত ভূমিকা নেওয়ার দাবি জানান।
মিছিলে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন। শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এ কর্মসূচিতে পাঁচবিবির জনগণ দেশের সম্মান রক্ষায় ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
বিক্ষোভকারীরা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের স্বার্থ রক্ষায় জোরালো পদক্ষেপ নেওয়ার দাবি জানান এবং ভবিষ্যতে যে কোনো ধরনের উগ্রবাদী কার্যকলাপের বিরুদ্ধে সোচ্চার থাকার প্রতিশ্রুতি দেন।