Monday, March 17, 2025
No menu items!
Google search engine
Homeদেশমানিকগঞ্জে জেলা বিএনপির সাধারণ সম্পাদকের নামে মিথ্যাচার, আসামির বিরুদ্ধে সমন জারি

মানিকগঞ্জে জেলা বিএনপির সাধারণ সম্পাদকের নামে মিথ্যাচার, আসামির বিরুদ্ধে সমন জারি

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবিরের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচারের প্রতিবাদে সাবেক বিএনপি নেতা ও পরবর্তী আওয়ামী সমর্থিত বালিয়াখোরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শফিউদ্দিন আহাম্মেদকে আটক করতে সমন জারি করেছেন মানিকগঞ্জ চীপ জুডিশিয়াল মাজিস্ট্রেট আদালত।

মঙ্গলবার (৩ ডিসেম্বর ) দুপুরে সিনিয়র জুডিশিয়াল মাজিস্ট্রেট আদালত -১ এই জারি করেন অভিযুক্ত শফিউদ্দিন আহাম্মদের বিরুদ্ধে।
উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর ২০২৪ ইং জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবির ঘিওর থানায় একটি মামলা দায়ের করলে আজ তদন্ত শেষে বিজ্ঞ আদালত এই সমন জারি করেন।

সাবেক বিএনপি নেতা ও পরবর্তী আওয়ামী সমর্থিত বালিয়াখোরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিউদ্দিন আহাম্মেদ জেলা বিএনপি’র সহ সভাপতি ড. খন্দকার আকবর হোসেন বাবলুর প্ররোচনায় ও প্রত্যক্ষ মদদে আওয়ামী লীগের প্রোপাগান্ডাকে পুনোজ্জীবিতসহ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও দলের ভাবমূর্তি নষ্ঠের চেষ্টা করছেন বলে জানা গেছে।

মানিকগঞ্জ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবির বলেন, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমার বিরুদ্ধে যে সকল মিথ্যা অভিযোগ করা হয়েছে তার ওপর সঠিক তদন্তের আজকের এই ফলশ্রুতি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments