মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবিরের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচারের প্রতিবাদে সাবেক বিএনপি নেতা ও পরবর্তী আওয়ামী সমর্থিত বালিয়াখোরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শফিউদ্দিন আহাম্মেদকে আটক করতে সমন জারি করেছেন মানিকগঞ্জ চীপ জুডিশিয়াল মাজিস্ট্রেট আদালত।
মঙ্গলবার (৩ ডিসেম্বর ) দুপুরে সিনিয়র জুডিশিয়াল মাজিস্ট্রেট আদালত -১ এই জারি করেন অভিযুক্ত শফিউদ্দিন আহাম্মদের বিরুদ্ধে।
উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর ২০২৪ ইং জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবির ঘিওর থানায় একটি মামলা দায়ের করলে আজ তদন্ত শেষে বিজ্ঞ আদালত এই সমন জারি করেন।
সাবেক বিএনপি নেতা ও পরবর্তী আওয়ামী সমর্থিত বালিয়াখোরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিউদ্দিন আহাম্মেদ জেলা বিএনপি’র সহ সভাপতি ড. খন্দকার আকবর হোসেন বাবলুর প্ররোচনায় ও প্রত্যক্ষ মদদে আওয়ামী লীগের প্রোপাগান্ডাকে পুনোজ্জীবিতসহ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও দলের ভাবমূর্তি নষ্ঠের চেষ্টা করছেন বলে জানা গেছে।
মানিকগঞ্জ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবির বলেন, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমার বিরুদ্ধে যে সকল মিথ্যা অভিযোগ করা হয়েছে তার ওপর সঠিক তদন্তের আজকের এই ফলশ্রুতি।