নিজস্ব প্রতিবেদক, সিলেট: সিলেটে সাবেক পররাষ্ট্রমন্ত্রীসহ ৬১ জনের নামোল্লেখ করে মামলা হয়েছে। বুধবার (৬ নভেম্বর) শাহপরান (রঃ) থানায় মামলাটি দায়ের করেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক যুবদলের ২২নং ওয়ার্ডের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য সচিব মারুফ আহমদ অনিক। শাহপরান (রঃ) থানার মামলা নং ৭, জিআর ২৯০/২০২৪।
গত ৪ আগস্ট ২০২৪ ছাত্র-জনতার আন্দোলনের সিলেটে, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠন মিছিল বের করে। মিছিলটি উপশহর মেইন রোড এলাকায় এলে আন্দোলনের সময় আওয়ামী লীগ ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গুলি ছোড়ে ও ককটেল নিক্ষেপ করে বিষ্ফোরণ ঘটায়। এতে মারুফ আহমদ অনিকসহ অনেকে আহত হন।
মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনসহ ৬১ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও ৪০/৫০ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহারে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, সিলেট সিটির সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, মৌলভীবাজার সদর উপজেলার আখাইলকুড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সেলিম আহমদ, সিলেট সিটির ২৪ নং ওয়ার্ড যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ নাহিদ রহমান উরফে ককটেল সাব্বির, ফিনল্যান্ড আওয়ামীলীগের সহ সভাপতি সাজ্জাদুর রহমান মুন্না, কালারবাজার ইউনিয়ন যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি সেলিম মিয়া, মহানগর যুবলীগ নেতা মুহিব মিয়া, মহানগর ছাত্রলীগ নেতা হৃদয় আহমদ অন্তর, ফাহিম আহমদ, মহানগর যুবলীগ নেতা ফুল মিয়া, যুবলীগ নেতা মিছবাহ উদ্দিন উরফে আরিয়ান খান, যুবলীগ নেতা আবুল কালাম, ছাত্রলীগ নেতা মারুফুর রহমান জিসান উপফে ককটেল জিসান, যুবলীগ নেতা সামাদ প্রমূখ।
মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন, সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরান (রঃ) থানার অফিসার ইনচার্জ মনির হোসাইন। তিনি এ প্রতিবেদককে আরও বলেন, আসামীদের গ্রেফতারের চেষ্ঠা অব্যাহত রয়েছে।