Thursday, February 6, 2025
No menu items!
Google search engine
Homeদেশচোরাই পথে ভারতীয় ওষুধসহ দুই যুবক আটক

চোরাই পথে ভারতীয় ওষুধসহ দুই যুবক আটক

এম এম মেহেদী হাসান, চোরাই পথে ভারতীয় ঔষধ বহনের সময় সিলেটের দুই যুবককে আটক করেছে ডিটেকটিভ ব্রাঞ্চ (ডিবি) মৌলভীবাজারের সদস্যরা।

আটককৃতরা হলেন, সিলেট জেলার জৈন্তাপুর উপজেরার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, সিলেট থেকে কাভার্ড ভ্যানে কওে, ভারতীয় চোরাই পণ্য আসছে- এমন সংবাদ পায় পুলিশ।
গতকাল বুধবার (৬ নভেম্বর) সন্ধ্যায় এসআই আবু নাইয়ুম মিয়ার নেতৃত্বে মৌলভীবাজার ডিবি পুলিশের একটি দল মৌলভীবাজার টু শেরপুর আঞ্চলিক মহাসড়কে চেকপোস্ট পরিচালনা করে।

চেকপোস্ট পরিচালনাকালে মৌলভীবাজার সদর উপজেলার হামরকোনা এলাকায়, গোপন সোর্সের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি কাভার্ড ভ্যান থামিয়ে তল্লাশি করা হয়।

এসময় গাড়ির ভেতর থেকে ১২টি কাগজের কার্টুন এবং ১০টি প্লাস্টিকের বস্তার ভিতর থেকে মোট ১৮ হাজার ৩২০ পাতা ভারতীয় কোম্পানির তৈরি ঔষুধ জব্দ করা হয়। এছাড়া চোরাই পণ্য পরিবহনে ব্যবহৃত কাভার্ড ভ্যানটিও জব্দ করা হয়।

মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলাম জানান, ‘আটককৃত দুই ব্যক্তি জব্দকৃত এসব মালামালের কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। তারা সিলেট জেলার জৈন্তাপুর থানা এলাকার ভারতীয় সীমান্ত থেকে চোরাই পথে ওষুধ ক্রয় করে বিক্রির জন্য মৌলভীবাজার নিয়ে আসছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments