Monday, March 17, 2025
No menu items!
Google search engine
Homeদেশনীলফামারীতে যানজটের দুর্ভোগ

নীলফামারীতে যানজটের দুর্ভোগ

 

নীলফামারী প্রতিনিধি মোঃ মানিক মিয়া: নীলফামারী শহরে নিয়ম শৃঙ্খলা রক্ষা করেও জানযোট নিরসন সম্ভব হচ্ছে না,,,সংকীর্ণ সড়ক,,সড়কের পার্শ্বে গড়েউঠা বিভিন্ন প্রতিষ্ঠান, ভারসাম্যের চেয় অধিক যন্ত্র চালিত বিভিন্ন বাহন,,,মটর বাইক,,মানুষের ছুটে যাওয়ার,, তিব্র্তা সবার আগে যাওয়ার আকাঙ্খা,, জীবনের মূল্য কে গুরুত্ব না দিয়ে সময় কে,প্রাধান্য দেয়া। বাহাদুরি কে প্রদর্শন করা,বেপরোয়া গাড়ি চালোনা, দোকানের সামনে ট্রাক থামি পন্য সামগ্রী ডেলিভারি নেওয়া, স্থানীয় ভাব দেখানো,,স্বার্থের জন্য ঝগড়া করে গাড়ি থামানো,,নানাভাবে সৌজন্যতা বজায় না রেখে উদ্ভট কথা বার্তা,,যেন নতুন বিপ্লব হিয়াচারি তে এসেছে,,জনমনে নিজের স্বকীয়তা হয়েছে এমন নিজে নিজে যা ভালো ৃৃমনে করে তাই সবার জন্য ভালো,এক সড়কের আদলে জরুরি বিভাগের সেবা সমূহ প্রতিদিন ১ এক লক্ষ জনগন কে গ্রহন করতে হয়।শহরের প্রধান পথ টি স্বল্প সময়ের জন্য সকল কে দ্রুত কাজ করে গন্তব্য পৌঁছাতেএই একটি পথ বেশ জনপ্রিয়,, জনগনের প্রত্যয় সড়কটি অতি সত্তর প্রশস্ত করন এবং জন দুর্ভোগ নিরসনে বিকল্প হাইওয়ে মহা সড়ক টির মানিকের মোর হতে বাদিয়ার মোর হয়ে পাঁচ মাথা মোর ও টার্মিনাল নাল পর্যন্ত বেশ মেঠোপথের মত , সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা পোষন করে যথাযথ ব্যাবস্থা গ্রহণ করবে বলে সকলে ধৈর্য ধারন করে আছে দীর্ঘদিন যাবৎ এলাকাবাসী।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments