আবুল কালাম আজাদ ভূঁইয়া, কুমিল্লা: কুমিল্লার মুরাদনগর উপজেলার মোচাগড়া উচ্চ বিদ্যালয়ের একজন জনপ্রিয় গণিত শিক্ষক মোঃ জাকির হোসেন (৫৫) হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার (১৮) দুপুরে জুমার নামাজ শেষে মসজিদ থেকে ফেরার পথে হঠাৎ বুকের ব্যাথায় অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি উপজেলার কোম্পানীগঞ্জ বাজারের নগরপাড় এলাকায় দীর্ঘদিন ধরে বসবাস করতেন।
শনিবার সকাল সাড়ে ৬ টায় কোম্পানীগঞ্জ কলেজ মসজিদে প্রথম জানাযা, সকাল ৮ টায় নিজ শিক্ষা প্রতিষ্ঠান মোচাগড়া উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাযা ও নিজ বাড়ি উপজেলা সদর ইউনিয়নের সোনাপুর গ্রামের মাদ্রাসা মাঠে তৃতীয় জানাযা শেষে গ্রামের কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়েছে।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার এই অকাল মৃত্যুতে মাধ্যমিক শিক্ষা অফিস, মাধ্যমিক শিক্ষক সমিতি ও মাধ্যমিক শিক্ষা পরিবার গভীর শোক প্রকাশ করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।