বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো ভারতেই অবস্থান করছেন বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র দফতরের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
বৃহস্পতিবার মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিং চলাকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান বলে ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে।
জয়সওয়াল বলেন, ‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর অবস্থানের বিষয়ে আমি আগেও বলেছিলাম যে, তিনি স্বল্প সময়ের নোটিশে এখানে চলে এসেছিলেন এবং এখনো অবস্থান করছেন।’
তবে বৃহস্পতিবার গণহত্যার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে, সে বিষয়ে ভারতের প্রতিক্রিয়া জানতে চাইলে কোনো মন্তব্য করেননি ভারতের পররাষ্ট্র দফতরের মুখপাত্র।
সূত্র : বিবিসি