Thursday, February 6, 2025
No menu items!
Google search engine
Homeজাতীয়রাষ্ট্র সংস্কারে আরো ৪ কমিশন গঠন

রাষ্ট্র সংস্কারে আরো ৪ কমিশন গঠন

স্বাস্থ্য, গণমাধ্যম, শ্রমিক অধিকার ও নারীবিষয়ক আরো চারটি নতুন সংস্কার কমিশন গঠন করেছে সরকার।

জাতীয় অধ্যাপক ড. এ কে আজাদকে স্বাস্থ্যবিষয়ক কমিশনের প্রধান এবং কলামিস্ট কামাল আহমেদ গণমাধ্যম কমিশনের প্রধান হবেন।

অন্যদিকে সৈয়দ সুলতান উদ্দিন আহমেদকে শ্রমিক অধিকার কমিশনের প্রধান এবং শিরীন পারভীন হককে নারীবিষয়ক কমিশনের প্রধান করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এ সিদ্ধান্তের কথা জানান।

তিনি বলেন, আগামী ৭-১০ দিনের মধ্যে সদস্য নির্বাচন করে নতুন চারটি কমিশনের পূর্ণাঙ্গ রূপ দেয়া হবে।

এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও বিশেষ সহকারী মাহফুজ আলম উপস্থিত ছিলেন।

 

পরিবেশ উপদেষ্টা বলেন, সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে। একই সাথে ভুয়া খবর বা ভুল তথ্য ছড়ানো থেকে বিরত থাকতে পরামর্শ দেয়।

এর আগে, নির্বাচন ব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন, জনপ্রশাসন এবং সংবিধান সংস্কারে ছয়টি কমিশন গঠন করা হয়।


RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments