Monday, March 17, 2025
No menu items!
Google search engine
Homeদেশনীলফামারীতে ইউপি সদস্যদের অপসারণ না করার দাবিতে মানববন্ধন 

নীলফামারীতে ইউপি সদস্যদের অপসারণ না করার দাবিতে মানববন্ধন 

মো: মানিক মিয়া, নীলফামারী: স্থানীয় নির্বাচিত সরকার প্রতিনিধি সাধারণ ইউপি সদস্য সদস্যাগনকে অপসারন যাতে করা না হয় এর দাবিতে নীলফামারীতে মানববন্ধন হয়েছে।
মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকালে শহরের চৌরাঙ্গীর মোড়ে বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থা (বাইসস) এর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে নীলফামারী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশরাফুল হকের হাতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারক লিপি প্রদান করেন তারা।
এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থার নীলফামারী সদর উপজেলা শাখার আহবায়ক নুর মোহাম্মদ ও সদস্য সচিব নুর ইসলাম, কচুকাটা ইউপি সদস্য মোঃ আব্দুল হাই, খোকশাবাড়ি ইউপি সদস্য নুর হোসেন, রামনগর ইউপি মহিলা সদস্য মোছাঃ মনোয়ারা বেগম, ইটাখোলা ইউপি মহিলা সদস্য মোছাঃ মনি বেগম সহ আরো অনেকে।
বক্তারা বলেন, গত ০৫ ই আগষ্টের পরে বিশৃঙ্খলা ও পুলিশের নিষ্কৃয়তার ফলে আইন শৃঙ্খলার যে অবনতি হয়েছিল ইউনিয়ন পরিষদের সদস্য, সদস্যাগণ অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কাধে কাধ মিলিয়ে দিনরাত কঠোর পরিশ্রম করে জনগনের জান মালের নিরাপত্তা দিয়েছে তবে যে সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্য ছাত্রজনতার আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়েছে নিরপেক্ষ ও সুষ্ঠ তদন্তের মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হোক কিন্তু এই অবস্থার সকল ইউনিয়ন পরিষদ ভেঙ্গে দিলে জনপ্রিয় অন্তর্বর্তীকালীন সরকারের ভাতমুর্তি ক্ষুন্ন হবে এবং জনমনে অসন্তোষ দেখা দিবে ফলে যে লক্ষ্য ও উদ্দেশে এই সরকার গঠিত হয়েছিল তা অর্জিত হবে না। প্রাচীন এ জনপ্রিয় স্থানীয় সরকার প্রতিষ্ঠান ইউনিয়ন পরিষদ নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত বহাল রাখার  অনুরোধ জানায়।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments