Thursday, February 6, 2025
No menu items!
Google search engine
Homeদেশঠাকুরগাঁওয়ে আন্তজার্তিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ঠাকুরগাঁওয়ে আন্তজার্তিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

মোঃ জাহিদ হাসান মিলু, ঠাকুরগাঁও:  ‘আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’ এই প্রতিপাদ্যে ঠাকুরগাঁওয়ে জেলা প্রশাসনের আয়োজনে আন্তজার্তিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৪ পালিত হয়েছে।

রোববার (১৩ অক্টোবর) সকাল ১১ টায় দিবসটি উপলক্ষে জেলা প্রশাসক চত্বর থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালি শেষে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়ায় বিভিন্ন দুর্যোগ মোকাবিলায় করনিয় সম্পর্কে সচেতনতা ও বাস্তব চিত্র তুলে ধরেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা।

পরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মো. সোলেমান আলী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারি পরিচালক সাহিদুল ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত উপ পরিচালক জাহাঙ্গীর আলম, জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অন্যান্য কর্মকর্তা ও সদস্য, বিভিন্ন এনজিওর প্রতিনিধি, জেলা স্কাউটের সদস্যসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বিভিন্ন দুর্যোগকালীন সময় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দুর্যোগ মোকাবিলায় করিনিয়সহ সুরক্ষার বিষয়ে নানা দিক তুলে ধরা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments