Thursday, February 6, 2025
No menu items!
Google search engine
Homeদেশমাগুরায় প্রধান উপদেষ্টার প্রেস সচিবের বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন 

মাগুরায় প্রধান উপদেষ্টার প্রেস সচিবের বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন 

মোঃ সাইফুল্লাহ, মাগুর: মাগুরায় বাংলাদেশ  সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক  ড, মুহাম্মাদ ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম বৃহস্পতিবার বিকেলে মাগুরার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন। এ সময় তিনি সাম্প্রদায়িক সম্প্রীতির পথে যারা অন্তরায় হবে তাদের প্রতি কঠোর হুসিয়ারি উচ্চারণ করেছেন।

তিনি বলেন, যারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা করবেন তাদের জন্যে কঠিন ম্যাসেজ, কেউ পার পাবেন না। কারো মনে যদি দূরভিসন্ধি থাকে, হিন্দু ধর্মাবলম্বিদের লার্জেস্ট রেলিজিয়াস ফেস্টিবল চলাকালে যারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করবেন তার প্রতি স্ট্রং ম্যাজেস তাকে আইনের আওতায় নেয়া হবে।

তিনি আরো বলেন, বাংলাদেশে প্রায় দেড় কোটি হিন্দু ভাই-বোন আছে। কোথাও কোথাও কিছু ঘটনা ঘটে গেছে। সে ক্ষেত্রে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। আমরা চাই দেশে অন্তত আরেকটি ঘটনা যেনো না ঘটে। আমরা চাই দেশের হিন্দু ধর্মাবলম্বিদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা যেনো তারা শান্তিপূর্ণভাবে আনন্দমুখর পরিবেশে পালন করতে পারে।
প্রেস সচিব বিকাল সাড়ে ৪টায় মাগুরা শহরের সাতদোহা ন্যাংটা বাজার আশ্রম পরিদর্শন করেন।

পরে জামরুল তলা পূজা মণ্ডপ, ছানার বটতলা পুজামণ্ডপ সহ জেলার বিভিন্ন পুজা মন্ডপ রাত অবধি পরিদর্শনের পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ এবং উপস্থিত পূজারিদের সাথে কথা বলেন এবং তাদের খোঁজ খবর নেন।

পূজা মণ্ডপ পরিদর্শনকালে মাগুরার নবাগত  জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কলিমউল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক( আবদুল কাদের, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব কুন্ডুসহ হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments