Friday, February 7, 2025
No menu items!
Google search engine
Homeদেশময়মনসিংহে ভিমরুলের কামড়ে বাবা ও মেয়ের মৃত্যু

ময়মনসিংহে ভিমরুলের কামড়ে বাবা ও মেয়ের মৃত্যু

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় ভিমরুলের কামড়ে বাবা ও মেয়ের মৃত্যু হয়েছে।

শনিবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলার পোড়াকান্দুলিয়া ইউনিয়নের দুধনই গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন দুধনই বাজার মসজিদের ইমাম মাওলানা আবুল কাশেম (৫৫) এবং তার মেয়ে লাবিবা।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, শনিবার আবুল কাশেম ৮ বছর বয়সি মেয়ে লাবিবা ও ৫ বছরের ছেলে সিফাত উল্লাহকে নিয়ে বাঁশঝাড়ে কঞ্চি কাটতে যান। এসময় বাঁশঝাড়ে বাসা বাঁধা ভীমরুল তাদের ওপর আক্রমণ করে। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর বাবা ও মেয়ের মৃত্যু হয় এবং সিফাত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

পোড়াকান্দুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান মঞ্জুরুল হক মঞ্জু বলেন, ভিমরুলের কামড়ে বাবা-মেয়ের মৃত্যু হয়েছে। লাশ দাফনের ব্যবস্থা নেয়া হচ্ছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments