কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ও রাজবাড়ী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাড. মো. আসলাম মিয়া বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে গোয়ালন্দের নদী ভাঙনের স্থায়ী সমাধান করা হবে। বিগত ফ্যাসিস্ট সরকার এই নদী ভাঙনের স্থায়ী সমাধানের জন্য শত শত কোটি টাকা বরাদ্দ নিয়েছে এবং লুটপাট করেছে। কিন্তু সাধারণ মানুষের কোনো উপকার হয়নি।
গতকাল রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় বিআইডব্লিউটিএর রেস্ট হাউসে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। অ্যাড. আসলাম মিয়া বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার এই গোয়ালন্দের মানুষের কোনো উন্নয়ন করেনি। আগামীতে আল্লাহ যদি আমাদের কোনো সুযোগ দেয় এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা যদি সরকার গঠন করতে পারি তাহলে জেলা বিএনপিকে সাথে নিয়ে আমরা গোয়ালন্দের মানুষের পাশে থাকবো এবং নদী ভাঙন রোধে স্থায়ী সমাধান করবো ইনশাআল্লাহ।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি খালেক ব্যাপারী।
সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. আমিন সরদার। বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. কামরুল আলম, রাজবাড়ী পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র মো. তোফাজ্জল হোসেন মিয়া। এ সময় আরো উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি মোঃ নিজাম উদ্দিন শেখ, সাধারণ সম্পাদক মো. মোশারফ আহমেদ, গোয়ালন্দ পৌর বিএনপির সভাপতি কাশেম মন্ডল, সাধারণ সম্পাদক মজিবর রহমান মোল্লা,ও উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সবুজ মিয়া, জেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক জুয়েল বেপারী প্রমুখ ।
মতবিনিময় সভা শেষে জেলা বিএনপির নেতাকর্মীরা গোয়ালন্দ উপজেলার বেশ কয়েকটি পূজা মণ্ডপ পরিদর্শন করেন এবং মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ও তাদের সার্বিক বিষয়ে খোঁজ-খবর নেন ও যেকোনো বিষয়ে সহযোগিতা করার আশ্বাস দেন