Thursday, February 6, 2025
No menu items!
Google search engine
Homeধর্মশাহতলীতে ২দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী অনুষ্ঠিত

শাহতলীতে ২দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী অনুষ্ঠিত

চাঁদপুর সংবাদদাতা: শাহতলী ইসলামী সমাজ কল্যাণ পরিষদ ও পাঠাগার এবং এলাকাবাসীর উদ্যোগে সিরাতুন্নবী (সাঃ) উপলক্ষে শাহতলীতে ২দিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

গত (৫ অক্টোবর) শনিবার বিকাল ৩ ঘটিকা হতে ঐতিহ্যবাহী শাহতলী কামিল মাদরাসা ময়দানে (৪ ও ৫ অক্টোবর) ২দিন ব্যাপী মাহফিলের ২য় দিনের তাফসীর মাহফিলের মধ্য দিয়ে সমাপনী অনুষ্ঠিত হয়।

মাহফিলের ২য় দিন শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন এর সভাপতিত্বে তাফসীর পেশ করেন খুলনা দারুল কোরআন ছিদ্দিকীয়া কামিল মাদ্রাসা’র মুহাদ্দিস আলহাজ্ব হযরত মাওলানা মনিরুজ্জামান, হাজীগঞ্জ বেলচো কারিমাবাদ ফাযিল মাদ্রাসা’র আরবী প্রভাষক হাফেজ মাওলানা মোঃ শাহীদুল ইসলাম।

মাহফিলে তাফসীর পেশ করেন শাহতলী কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মুফতি ইয়াছিন মিয়া, শাহতলী কামিল মাদরাসার প্রধান মুহাদ্দিস মাওলানা আখতার হোসাইন জাবেরী, শাহতলী কামিল মাদরাসার মুহাদ্দিস মাওলানা মোঃ ইব্রাহিম খলিল, শাহতলী কামিল মাদরাসার আরবী প্রভাষক মাওলানা এ এন এম হেলাল উদ্দিন, শিক্ষক হাফেজ মাওলানা জহিরুল হক, শিক্ষক মাওলানা মিজানুর রহমান, শাহতলী ইসলামী সমাজকল্যাণ পরিষদ ও পাঠাগারের সেক্রেটারি হাফেজ মাওলানা মোঃ মিজানুর রহমান।

মাহফিলে উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল দৈনিক চাঁদপুর দিগন্ত পত্রিকার সম্পাদক ও প্রকাশক চাঁদপুর সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান এডভোকেট শাহজাহান মিঞা, চাঁদপুর সদর উপজেলা জামাতের আমীর চাঁদপুর আল আমিন একাডেমী গুনরাজদী শাখার ইনচার্জ মো: নাসির উদ্দিন, চাঁদপুর সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আফসার উদ্দিন মিয়াজি, চাঁদপুর শহর জামায়াতের সেক্রেটারি মোঃ বেলায়েত হোসাইন, চাঁদপুর শহর শিবিরের সেক্রেটারি মো: জাহিদুল ইসলাম, মাহফিল এন্তেজামিয়া কমিটির আহ্বায়ক হাফেজ মাওলানা জাকির হোসেন তপাদার, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব তাহের খান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব মাওলানা কামরুজ্জামান পাটওয়ারী, শাহতলী কামিল মাদরাসা মসজিদের সেক্রেটারী কারী আব্দুল ওয়াদুদ, শাহতলী আদর্শ একাডেমীর প্রধান শিক্ষক মাওলানা গিয়াস উদ্দিন আযম, শাহতলী কামিল মাদরাসার সাবেক শিক্ষক রুস্তম বিএসসি, সাবেক শিক্ষক দেলোয়ার খান, সমাজসেবক মো: বাশার খান, নারায়নগঞ্জ তানজীম হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের গভর্নিং বডির সদস্য সিনিয়র মেডিকেল অফিসার ডা: মো: আবদুল্লাহ শাকুর, দিঘলদী মাষ্টার বাজার মসজিদের খতিব হাফেজ মহিউদ্দিন রাব্বানী, মাওলানা বেলাল হোসেন বিপ্লবী, ইসলামী ব্যাংকের কর্মকর্তা মাওলানা মিজানুর রহমান, প্রাইমারি স্কুলের শিক্ষক তাজুল ইসলাম, প্রবাসী মুহাম্মদ হুসাইন, অ্যাডভোকেট নুরুজ্জামান পাটওয়ারী, আল আরাফা হজ্ব কাফেলা’র চেয়ারম্যান মো: শরীফ পাটওয়ারী, শিবির নেতা মেহেদী হাসান খান, তানভীর হোসেন বিপ্লবী, মো: কাউছার হোসেন, শাহতলী বাজারের ব্যবসায়ী হেলাল, প্রাইমারি শিক্ষক ইব্রাহিম খলিল, সমাজ সেবক মাহবুবুল আলম বদু, গজারিয়া দারুল উলুম দাখিল মাদরাসার শিক্ষক মাওলানা আব্দুল বায়েছ, পাঠাও কুরিয়ার মতলব শাখার ইনচার্জ মো: নজরুল ইসলাম খান সহ শতশত ধর্মপ্রাণ মুসল্লীগণ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments