রংপুরে সিজারের সময় লালমনিরহাটের এক প্রসূতির ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগের প্রেক্ষিতে ডা: রিফফাত আরা এবং মৃনাল কান্তি মোহন্ত এবং স্বপ্ন জেনারেল হসপিটালে কর্তৃপক্ষের বিরুদ্ধে তদন্তে নেমেছে স্বাস্থ্য বিভাগ।
এরআগে সিজারের সময় মারা যাওয়া প্রসূতি শিরিন আক্তারের স্বামী রহিম তার স্ত্রীর মৃত্যুর ঘটনায় ভুল চিকিৎসা দাবি করে ডা: রিফফাত আরা এবং মৃনাল কান্তি মোহন্ত এবং স্বপ্ন জেনারেল হসপিটালে কর্তৃপক্ষের বিরুদ্ধে সিভিল সার্জন কার্যালয়ে লিখিত অভিযোগ করেন।