Sunday, October 13, 2024
No menu items!
Google search engine
Homeখেলাপাঁচ উইম্বলডনের সেমিফাইনালে জোকোভিচ

পাঁচ উইম্বলডনের সেমিফাইনালে জোকোভিচ

টানা পঞ্চমবারের মতো উইম্বলডনের সেমিফাইনাল নিশ্চিত করেছেন নোভাক জোকোভিচ। রাশিয়ান প্রতিপক্ষ আন্দ্রে রুবলেভের বিপক্ষে প্রথম সেট হেরে গেলেও শক্তি সঞ্চয় করে ম্যাচে ফিরেছেন ২৩ গ্র্যান্ড স্লাম বিজয়ী তারকা। সেমিতে উঠে আরও একটি রেকর্ড স্পর্শ করেছেন তিনি। গ্র্যান্ড স্লামে এটি হতে যাচ্ছে তাঁর ৪৬তম সেমিফাইনাল। এই অর্জনে রজার ফেদেরারের সঙ্গে ব্র্যাকেটবন্দী হয়েছেন জোকোভিচ। কোয়ার্টার ফাইনালে কাল সপ্তম বাছাই রুবলেভের বিপক্ষে জিতেছেন ৪-৬, ৬-১, ৬-৪ ও ৬-৩ ব্যবধানে।

এখন জোকোভিচের যেকোনো অর্জন মানেই ইতিহাস। জোকোভিচ নিজেও জানেন, তাঁর সব প্রতিপক্ষই তাঁকে থামাতে মরিয়া। কাল কোয়ার্টার ফাইনাল জেতার পর সেটিই বলেছেন সার্বিয়ান তারকা, ‘আমি জানি, তারা সবাই খুব করেই আমাকে হারাতে চায়। তবে এখন পর্যন্ত সেটি হয়নি।’

কোয়ার্টার ফাইনালেও স্বরূপে ফিরতে কিছুটা সময় নিলেন জোকোভিচ। ততক্ষণে তাঁর হাতছাড়া হয়ে যায় প্রথম সেট। শুরুটা দাপটে করেছিলেন রুবলেভ। দেখে মনে হচ্ছিল জোকোভিচকে কোর্টে দাঁড়াতেই দেবেন না। নবম গেমে জোকোভিচের সার্ভিস ভেঙে দেন রুশ খেলোয়াড়। ৪৫ মিনিটে সেটও জিতলেন। রুবলেভের উইনারের জবাব দিতে পারেননি দ্বিতীয় বাছাই।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments