জয়পুরহাট পৌর মার্কেট দোকানের নাম মাস্টার কম্পিউটার। তিনি কিসের মাস্টার তা নিশ্চিত হওয়া যায়নি। কিন্তু, ডিজিটাল অপরাধের মাস্টার নিশ্চিত।
বাংলাদেশ রেলওয়ের টিকেটিং সিস্টেম আধুনিকতার ছোয়া লেগেছে, মানুষ অনলাইনে নিজ আইডি দিয়ে ট্রেনের টিকেট পাচ্ছে আর ডিজিটাল বাংলাদেশের সুফল পেতে শুরু করেছে। আর এই শফিকুল মাস্টার নামের কালোবাজারিরা এই ভালো সিস্টেম ধ্বংস করে নিজের ব্যবসা প্রসার ঘটাচ্ছে!
অভিযোগ পাওয়া যাচ্ছিল,পর্যবেক্ষণে রাখা হয়েছিল মাস্টার কম্পিউটার দোকানটিকে। বিভিন্ন জনের নামে আইডি খুলে, ফটোশপে কিউআর কোড, এনআইডি পরিবর্তন করে টিকিট দ্বিগুণ দামে কালোবাজারি করতেন এই লোক। পাঠানো হলো ভ্রাম্যমাণ আদালত।
ম্যাজিস্ট্রেট জনাব মোঃ শামীম হোসাইনের কাছে হাতেনাতে ধরা টিকিটের কিউআর কোড পরিবর্তনের সময়। উপস্থিত শতাধিক জনতা উৎফুল্ল।
ফলাফল ১৫ দিনের কারাদণ্ড,জরিমানাসহ দোকান সিলগালা।