পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান আশঙ্কা প্রকাশ করে বলেছেন, তাঁকে কারাগারে ধীরে ধীরে বিষ প্রয়োগের (স্লো পয়জনিং) মাধ্যমে হত্যা করা হতে পারে।
গতকাল বুধবার ইসলামাবাদ পুলিশ লাইনসে অস্থায়ীভাবে স্থাপিত বিশেষ আদালতে (অ্যাকাউন্টেবিলিটি কোর্ট) ইমরান খান তাঁর এই আশঙ্কার কথা বলেন।
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রধান আদালতকে বলেন, কর্তৃপক্ষ এমন একটি ইনজেকশন দেয়, যাতে ব্যক্তি ধীরে ধীরে মারা যায়।
ব্যক্তিগত চিকিৎসক ফয়সাল সুলতানের কাছ থেকে চিকিৎসাসেবা নিতে চান বলে আদালতকে জানান ইমরান খান।