ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বৃহস্পতিবার সকালে ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ইতি রানী দাস (১৮) নামের এক তরুণী নিহত হয়েছেন। সরাইল-নাসিরনগর আঞ্চলিক সড়কের ধরন্তি নামক এলাকার ওই দুর্ঘটনায় নিহত ইতি জেলার নাসিরনগর উপজেলার নাসিরনগর ইউনিয়নের রামচরণ দাসের মেয়ে।
সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসলাম হোসাইন জানান, ইতি রানীসহ তার পরিবারের সদস্যরা সরাইল থেকে নাসিরনগরে যাচ্ছিলেন। ধরন্তি নামক এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সিএনজিটিকে চাপা দিলে ঘটনাস্থলেই ইতি মারা যায়। ইতির লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে অজ্ঞাতনামাদের আসামী করে থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘাতক ট্রাকটিকে চিহ্নিত করে আটকের চেষ্টা চলছে।